• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে যৌথ অভিযানে হত্যা চেষ্টা মামলার ২ আসামী গ্রেপ্তার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২৯ অক্টোবর ২০২৫, ০২:৫৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)–৭ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে হত্যা চেষ্টা মামলার দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সরল ইউনিয়নের একটি নির্জন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সরল ইউনিয়নের মৃত আব্দুল করিমের ছেলে আবুল হাসান(৪৮) ও একই এলাকার সোলায়মানের ছেলে শফিকুল ইসলাম (৩০)

র‍্যাব–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, “তথ্যভিত্তিক অভিযানে সেনা ও র‍্যাবের যৌথ টিম সোমবার রাত ১০টার দিকে সরল ইউনিয়নের পশ্চিম পাশে কাহারঘেরা এলাকায় অভিযান চালায়। দীর্ঘ সময় গোয়েন্দা নজরদারির পর ওই দুই আসামীকে আটক করা হয়।”

তিনি আরও জানান, আটক দুই আসামী দীর্ঘদিন ধরে হত্যা চেষ্টা মামলায় পলাতক ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।

র‍্যাবের একটি সূত্র জানায়, আবুল হাসান ও শফিকুল ইসলাম গত বছরের সেপ্টেম্বর মাসে সংঘটিত হত্যাচেষ্টার মামলার ১ ও ৩ নম্বর আসামী ছিলেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের আবেদনের ভিত্তিতে নতুন করে অভিযান পরিচালনা করা হয়।

এদিকে, বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, র‍্যাব–সেনা যৌথ অভিযানে ধৃত দুই আসামীকে মঙ্গলবার সকালে থানায় হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় পলাতক অপরাধীদের ধরতে অভিযান চালিয়ে আসছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র‍্যাবের এই সফল অভিযানে এলাকায় স্বস্তির পরিবেশ ফিরেছে।

সারসংক্ষেপ: র‍্যাব–সেনা যৌথ অভিযানে বাঁশখালীতে দুই পলাতক আসামী গ্রেপ্তার হয়েছে। অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা বাহিনীর এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুর বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
গৌরীপুর বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
ভৈরবে ট্রেনে হামলার বিচার দাবিতে আন্দোলন
ভৈরবে ট্রেনে হামলার বিচার দাবিতে আন্দোলন
ফেনীতে ‘এক টাকার বাজার’, পেল ৫০০ দুস্থ পরিবার
ফেনীতে ‘এক টাকার বাজার’, পেল ৫০০ দুস্থ পরিবার