• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিয়ানমারের অসম্মতিতে বাংলাদেশে আসছে না আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক    ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৪১ পি.এম.
মিয়ানমারের আপত্তিতে আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ বাতিল, প্রতিপক্ষ খুঁজছে বাফুফে-ছবি সংগৃহীত

ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের বিপক্ষে হোম ম্যাচ খেলার কথা ছিল আগামী ১৮ নভেম্বর আফগানিস্তানের। সেই ম্যাচের আগে ১৩ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল বাফুফে। সবকিছু প্রায় চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে ভেস্তে গেল পরিকল্পনাটি।

কারণ, মিয়ানমার বাংলাদেশে এসে আফগানিস্তানের বিপক্ষে খেলতে রাজি হয়নি। তাদের এই অসম্মতির পর আফগানিস্তান ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নতুন ভেন্যু খোঁজার উদ্যোগ নিয়েছে। জানা গেছে, মিয়ানমার কিছু কারণ দেখিয়ে বাংলাদেশের মাটিতে ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করেছে।

এএফসির ওয়েবসাইটে ১৮ নভেম্বর ঢাকার কিংস অ্যারেনায় আফগানিস্তান-মিয়ানমার ম্যাচের সময়সূচি প্রকাশিত হয়েছিল। কিন্তু অনুমোদনের পরও হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন নিয়ে উঠছে প্রশ্ন। দেশের ফুটবলাঙ্গনে গুঞ্জন, এএফসির সিনিয়র সহ-সভাপতি পদে থাকা মিয়ানমারের এক কর্মকর্তার প্রভাবেই ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে।

অন্যদিকে ফুটবল সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন, বাফুফের নারী উইংয়ের প্রধান ও এএফসি নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ প্রায় এক দশক ধরে পদে থাকলেও, এমন পরিস্থিতিতে তিনি কোনো কার্যকর ভূমিকা রাখছেন কিনা তা নিয়েও আলোচনা চলছে।

মিয়ানমার যদি বাংলাদেশে না আসে, তবে আফগানিস্তানও তাদের ম্যাচ বাতিল করবে। ফলে ১৩ নভেম্বর নির্ধারিত বাংলাদেশ-আফগানিস্তান প্রীতি ম্যাচও আর হচ্ছে না। এই অবস্থায় বাফুফে এখন নতুন প্রতিপক্ষের সন্ধান করছে। ইতোমধ্যে নেপালের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

নেপাল ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের হোম ম্যাচ খেলবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, ভেন্যু সংকটের কারণে। সেই ম্যাচে যাওয়ার আগে তাদের ঢাকায় এনে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে।

যদিও বাফুফে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ বাতিলের ঘোষণা দেয়নি, অনানুষ্ঠানিক সূত্রে জানা গেছে-ঢাকায় ম্যাচটি আর হচ্ছে না। এ অবস্থায় এএফসি অনুমোদনের পরও মিয়ানমারের আপত্তিতে বাফুফে নতুন করে প্রীতি ম্যাচের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১৪৮ ফুট উচ্চতায় বিশ্বকাপের সম্ভাব্য স্টেডিয়াম
১১৪৮ ফুট উচ্চতায় বিশ্বকাপের সম্ভাব্য স্টেডিয়াম
ইন্টার গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
ইন্টার গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
বগুড়ায় ফিরল ক্রিকেট, জিতল বাংলাদেশ
বগুড়ায় ফিরল ক্রিকেট, জিতল বাংলাদেশ