মাদারীপুরে 'রাইটস যশোর' এর উদ্যোগে প্রেস কনফারেন্স

অবৈধপথে বিদেশ যাত্রা, মানব পাচার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ভোটার শিক্ষা, স্বাস্থ্য বিষয়ক এইচআইভি এইডস প্রতিরোধ, শিশু অধিকার ও সুশাসন প্রতিষ্ঠা বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুর সহ সারাদেশে একযোগে কাজ করে যাচ্ছে বেসরকারি সংস্থা 'রাইটস যশোর'।
এ বিষয়ে বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুরে জেলা পরিষদের হল রুমে এক প্রেস কনফারেন্সের আয়োজন করে সংস্থাটি। এ সময় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, রাইটস যশোর এর ডিরেক্টর প্রোগ্রাম প্রদীপ দত্ত, রাইটস যশোর এর ডিরেক্টর ডেপুটি এস এম আজাহার ইসলাম, IOM এর সিনিয়র মিডিয়া কমিউনিকেশন এসোসিয়েট তারেক মাহমুদ, সিনিয়র প্রোগ্রাম এসোসিয়েট অমল বিশ্বাস, মাদারীপুরে সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবর রহমান বাদল, সাংবাদিক সুবল বিশ্বাস প্রমুখ।
সভায় বক্তারা জানায়, অবৈধপথে বিদেশ যাত্রা, মানব পাচার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ভোটার শিক্ষা, স্বাস্থ্য বিষয়ক এইচআইভি এইডস প্রতিরোধ, শিশু অধিকার ও সুশাসন প্রতিষ্ঠা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আইওএম বাংলাদেশ ২০২৫ সাল থেকে বাংলাদেশে 'সিনেমা আঙ্গিনা' প্রকল্পটি বাস্তবায়ন করছে। ইতোমধ্যে তারা মাদারীপুরে শহর থেকে গ্রাম পর্যায়ে ব্যপকভাবে প্রচার প্রচারণার কাজ শুরু করেছেন। মাঠ পর্যায়ে বাস্তবায়নে কাজ করছে স্থানীয় উন্নয়ন সংস্থা 'রাইটস যশোর'।
'সিনেমা আঙ্গিনা' মাদারীপুর, ফরিদপুর ও শরীয়তপুর জেলায় প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করছে। চলচিত্র প্রদর্শনী, নাট্য পরিবেশনা, সঙ্গীতানুষ্ঠান, কর্মশালা এবং স্থানীয় জনগোষ্ঠীর সাথে আলোচনা সভার মাধ্যমে এই কার্যক্রম দেশের ১৩টি পৌরসভা ও প্রায় ৪৮০টি গ্রামে পৌঁছাবে।
তারা জানায়, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সহ অভিবাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানীয় জনমানুষের সহযোগিতায় এই প্রকল্প কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
সংস্থাটির মূল লক্ষ্য হচ্ছে, ভ্রাম্যমাণ চলচিত্র প্রদর্শনী যার মূল উদ্দেশ্য হলো তরুন প্রজন্ম ও স্থানীয় জনগনকে অনিরাপদ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জানানো ও নিরাপদ অভিবাসনের সুযোগ বিষয়ে অনুপ্রাণিত করা। এছাড়া সচেতনতার পাশাপাশি প্রকল্পটি স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, স্কুলভিত্তিক কার্যক্রম, শিক্ষকদের নিরাপদ নিয়ে প্রচারনা বিষয়ক প্রশিক্ষণ, সম্ভাব্য ও আগ্রহী অভিবাসিদের শনাক্তকরণ ও তাদের চাহিদা মূল্যায়ন, জীবন দক্ষতা, অর্থ বিষয়ক শিক্ষা ও আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান এবং দেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিকল্প আয় বৃদ্ধিতে সহায়তা করা সহ স্থানীয় সংবাদকর্মীদের দক্ষতাবৃদ্ধি ও গনমাধ্যমের দায়িত্বশীল সংবাদ পরিবেশনাকে উৎসাহ করতে জোরালো ভুমিকা রাখবে।
তারা বলেন, মূলত এই প্রকল্পটি সম্ভাব্য অভিবাসীদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে এবং আত্মকর্মসংস্থান ও আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও মর্যাদাপূর্ণ অভিবাসনের পথে সম্মিলিত উদ্যোগকে অনুপ্রাণিত করবে।
ভিওডি বাংলা/ এমএইচ






