• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৩ টুর্নামেন্টেও শিরোপাহীন রোনালদো

স্পোর্টস ডেস্ক    ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৫০ পি.এম.
রোনালদো-ছবি সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোর ৪০ বছর বয়সেও মাঠের উপস্থিতি এখনো তীব্র। পরিশ্রম ও নিবেদনে কোনো ঘাটতি রাখেন না পর্তুগিজ এই মহাতারকা। কিন্তু ইউরোপ ছাড়ার পর থেকে যেন শিরোপা তার নাগালের বাইরে চলে গেছে। আল নাসরের হয়ে এখন পর্যন্ত ১৩টি টুর্নামেন্ট খেলেও একটি শিরোপাও জিততে পারেননি তিনি।

সর্বশেষ ব্যর্থতা এসেছে সৌদি কিং কাপ থেকে। বুধবার রাতে আল আওয়াল পার্কে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে আল ইত্তিহাদের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় আল নাসর। রোনালদোর সাবেক সতীর্থ করিম বেনজেমাই জয়ের ভিত্তি গড়েন ইত্তিহাদের পক্ষে।

প্রথমার্ধে বেনজেমার গোলে এগিয়ে যায় ইত্তিহাদ, এরপর অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল গোল করে সমতা ফেরান। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই হুসেম আওয়ারের গোলে আবারও পিছিয়ে পড়ে আল নাসর। ৪৯ মিনিটে আহমেদ আল-জুলায়দান লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও ১০ জনের ইত্তিহাদ রোনালদোদের আর ফিরে আসতে দেয়নি।

পুরো ম্যাচে রোনালদোর ছিল পাঁচটি শট, এর মধ্যে মাত্র একটি ছিল লক্ষ্যে। ফ্রি-কিক থেকে গোলের সুযোগও হাতছাড়া করেন তিনি। আগের ম্যাচে ৯৫০তম ক্যারিয়ার গোলের পরও এবার গোলশূন্য থাকতে হলো পর্তুগিজ মহাতারকাকে।

২০২৩ সালের শুরুতে আল নাসরে যোগ দেন রোনালদো। এরপর থেকে সৌদি লিগে তিন মৌসুমে খেলে ফেলেছেন, কিন্তু ৩টি সৌদি লিগ, ৪টি কিং কাপ, ৪টি সুপার কাপ ও ২টি এএফসি চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতাই সঙ্গী হয়েছে তার।

তবে এবারও আশা একেবারে শেষ নয়। চলতি মৌসুমে আল নাসর সৌদি প্রো লিগে টানা ৬ ম্যাচে জয়ী এবং এএফসি চ্যাম্পিয়নস লিগ-২ এও অপরাজিত। ফলে শিরোপাখরা কাটানোর সুযোগ এখনও জীবিত।

এর আগে রোনালদো আল নাসরের হয়ে আরব ক্লাব কাপ জিতেছিলেন, যদিও সেটি ফিফা স্বীকৃত টুর্নামেন্ট নয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১৪৮ ফুট উচ্চতায় বিশ্বকাপের সম্ভাব্য স্টেডিয়াম
১১৪৮ ফুট উচ্চতায় বিশ্বকাপের সম্ভাব্য স্টেডিয়াম
ইন্টার গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
ইন্টার গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
বগুড়ায় ফিরল ক্রিকেট, জিতল বাংলাদেশ
বগুড়ায় ফিরল ক্রিকেট, জিতল বাংলাদেশ