আফগানিস্তানের সঙ্গে আলোচনা ‘ব্যর্থ’, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ‘ব্যর্থ’ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে, আলোচনার মাধ্যমে কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। দেশটি হুঁশিয়ারি দিয়েছে, নিজ নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা বাধ্য হবে।
কাতারের রাজধানী দোহায় প্রথম দফার আলোচনায় কিছু অগ্রগতি দেখা গেলেও, সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত দ্বিতীয় দফা বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) পাকিস্তান আনুষ্ঠানিকভাবে জানায়, আলোচনায় কোনো সমঝোতা হয়নি।
এর আগে, গত ৯ অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। জবাবে আফগান সেনারা সীমান্তে পাক বাহিনীর ওপর পাল্টা হামলা চালায়। কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় ৭০ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হন। পরবর্তীতে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘর্ষ থামে।
দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে দুই দেশ আলোচনায় বসলেও পাকিস্তান আফগানিস্তানকেই ব্যর্থতার জন্য দায়ী করছে। পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন,
“দুঃখজনকভাবে, আফগানরা কোনো নিশ্চয়তা দেয়নি। তারা মূল বিষয় থেকে সরে গিয়ে দোষারোপের খেলা চালিয়ে যাচ্ছে। আলোচনা কোনো কার্যকর সমাধান আনতে পারেনি।”
তিনি আরও বলেন, পাকিস্তান খোলা মনে আলোচনায় অংশ নিলেও আফগান পক্ষ পাকিস্তানবিরোধী সন্ত্রাসীদের সমর্থন দিয়ে যাচ্ছে। ফলে, নিজেদের নাগরিকদের জঙ্গি হামলা থেকে রক্ষায় ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেওয়ার হুমকি দেন তিনি।
অন্যদিকে, পাকিস্তানের এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি আফগান সরকার।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ইসলামাবাদের অভিযোগ, আফগান ভূখণ্ডে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সক্রিয় এবং তালেবান সরকার তাদের সহায়তা করছে। তবে কাবুল বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
সূত্র: এএফপি
ভিওডি বাংলা/জা







