শিবচরে কৃষকদের মুখে হাসি ফুটাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মাদারীপুরের শিবচরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচি। সরকারের এই কৃষিবান্ধব উদ্যোগে স্থানীয় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ ও উৎসাহের জোয়ার।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে “কৃষিই সমৃদ্ধি” শীর্ষক এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপন চন্দ্র ভদ্র এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আফরিনা আক্তার বিনা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৯টি ইউনিয়নের ৩ হাজার ৭৫০ জন কৃষককে বিনামূল্যে ১ কেজি শরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।
বীজ ও সার নিতে আসা চরাঞ্চলের কৃষক রহিম মাতুব্বর বলেন, সারের দাম এখন অনেক বেশি। সরকার আমাদের বিনামূল্যে দিচ্ছে—এটা সত্যিই বড় সহায়তা। এই বীজ দিয়ে চাষ করলে ভালো ফলন হবে, আশা করছি।
আরেক কৃষক ছালাম বেপারী বলেন, আমরা ছোট কৃষক। এই সহায়তা পেয়ে আমরা নতুন করে চাষাবাদের সাহস পাচ্ছি।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপন চন্দ্র ভদ্র বলেন, সরকার কৃষকদের পাশে থেকে কাজ করছে। এই প্রণোদনা শুধু সহায়তা নয়—এটি কৃষকদের টেকসই কৃষি চর্চায় উৎসাহিত করবে। আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহার করে কৃষি উৎপাদন আরও বাড়ানোই আমাদের লক্ষ্য।
সভাপতির বক্তব্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাতে কাজ করছে। মাঠপর্যায়ে কৃষকদের কাছে সঠিক সময়ে সার ও বীজ পৌঁছে দেওয়াই আমাদের মূল দায়িত্ব। আমরা চাই, শিবচরের কৃষকরা যেন আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে আরও বেশি ফলন পান এবং আর্থিকভাবে স্বাবলম্বী হন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেন, কৃষি আমাদের অর্থনীতির প্রাণ।বর্তমান সরকারের নির্দেশে দেশের প্রতিটি কৃষক যেন সরকারের সহায়তা পায়, সে লক্ষ্যেই প্রশাসন মাঠপর্যায়ে কাজ করছে।
অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেওয়া হলে উপস্থিত কৃষকরা করতালির মাধ্যমে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সরকারের এ ধরনের উদ্যোগে কৃষকদের মনোবল যেমন বাড়ছে, তেমনি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষিনির্ভর অর্থনীতিও আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভিওডি বাংলা/ এমএইচ






