• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যানজট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২৯ অক্টোবর ২০২৫, ০৬:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (DI)-এর সার্বিক তত্ত্বাবধানে মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম (MAF)-এর আয়োজনে “যানজট নিরসনে করণীয়” শীর্ষক এক গোলটেবিল কর্মশালা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

ডিআই-এর সিনিয়র ফেলো, ম্যাফ-এর ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক, পৌর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এ.বি.এম. মোমিনুল হকের সভাপতিত্বে এবং ডিআই-এর জুনিয়র ফেলো সাঈদ হাসান সানি ও শাহাদাত হোসেনের যৌথ সঞ্চালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন টিআই (অ্যাডমিন) মীর আনোয়ার হোসেন, পৌরসভার প্রধান প্রকৌশলী আবু কাউসার এবং চিফ অ্যাকাউন্টেন্ট কাউসার আহমেদ।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা , সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, যুগ্ম টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আল-আমিন শাহিন, তরী বাংলাদেশের পরিচালক শামীম আহমেদ, অ্যাডভোকেট মুন্নি, প্রফেসর মোশাররফ হোসেন, প্রফেসর জিয়াউর রহমান লাবলু, সমীর চক্রবর্তীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের যানজট আজ একটি মারাত্মক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অবৈধ পার্কিং, ইজিবাইক ও রিকশার আধিক্য, রাস্তা দখল এবং বিকল্প সড়কের অভাবকে তাঁরা যানজটের মূল কারণ হিসেবে চিহ্নিত করেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক ইনচার্জ মীর মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “ব্রাহ্মণবাড়িয়া শহরে মেড্ডা থেকে কাউতলী পর্যন্ত মাত্র একটি প্রধান সড়কের ওপরই পুরো শহরের চাপ। অটো রিকশা ও ইজিবাইকই এখন প্রধান যানবাহন, ফলে যানজট দিন দিন আরও তীব্র হচ্ছে।”

তিনি শহরের প্রবেশ ও প্রস্থান পথে বিকল্প রুট তৈরি, যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ এবং নিয়মিত ট্রাফিক অভিযান জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় বক্তারা সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া শহরকে যানজটমুক্ত ও চলাচলযোগ্য নগরী গড়ে তোলার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
খাগড়াছড়িতে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন
খাগড়াছড়িতে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন
রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি শ্রমিকদের বিক্ষোভ
রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি শ্রমিকদের বিক্ষোভ