দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১২ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। বুধবার (২৯ অক্টোবর) হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক কিউইরা ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে।
এর ফলে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে ব্ল্যাক ক্যাপসরা। ২০১৩ সালের পর এই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। মাত্র ২৯ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ৮১ রানে পঞ্চম উইকেট পতনে বড় চাপে পড়ে ইংলিশরা।

জেমি স্মিথ ১৩, বেন ডাকেট ১, জো রুট ২৫, জ্যাকব বেথেল ১৮ ও জস বাটলার ৯ রানে আউট হন। এরপর ষষ্ঠ থেকে অষ্টম উইকেট জুটিতে হ্যারি ব্রুক, স্যাম কারান ও জেমি ওভারটনের ব্যাটে ৮৩ রান যোগ হলেও দলীয় ১৭৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন জেমি ওভারটন (২৮ বলে ৪ চার ও ২ ছক্কা)। ব্রুক ৩৪ ও কারান ১৭ রান যোগ করেন। ৮ ওভারে ৩৪ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারের সেরা বোলিং করেন নিউজিল্যান্ড পেসার ব্লেয়ার টিকনার, যিনি ম্যাচসেরা নির্বাচিত হন।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেলের ব্যাটে সহজ জয়ের পথ খুঁজে পায় নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে দুজনের ৫৯ বলে ৬৩ রানের জুটি ম্যাচের গতিপথ বদলে দেয়।

রবীন্দ্র ৭টি চার ও ১টি ছক্কায় ৫৪ রান করেন। এরপর দ্রুত ২ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়লেও অধিনায়ক মিচেল স্যান্টনার ও মিচেল ষষ্ঠ উইকেটে ৩২ বলে ৫৯ রানের ঝড়ো জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
স্যান্টনার ১৭ বলে অপরাজিত ৩৪ (২ চার, ৩ ছক্কা) ও মিচেল ৫৯ বলে ৫৬ রানে (৬ চার, ২ ছক্কা) ইনিংস শেষ করেন।
ইংল্যান্ডের জোফরা আর্চার নেন ৩ উইকেট ২৩ রানে।
আগামী ৩১ অক্টোবর ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৩৬ ওভারে ১৭৫ (ওভারটন ৪২, ব্রুক ৩৪; টিকনার ৪/৩৪, স্মিথ ২/২৭)
নিউজিল্যান্ড: ৩৩.১ ওভারে ১৭৭/৫ (মিচেল ৫৪, রবীন্দ্র ৫৪; আর্চার ৩/২৩, ওভারটন ১/৩৬)
ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা: ব্লেয়ার টিকনার।
ভিওডি বাংলা/ আরিফ







