নির্বাচনকালে শ্বশুরবাড়ি এলাকায় হবে না পদায়ন

নির্বাচনকালে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিজ এলাকা বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং দেয়া হবে না।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
দুপুরে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় নির্বাচনী প্রস্তুতি বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক শেষে হওয়া ব্রিফিংয়ে এ নির্দেশনার তথ্য জানান তিনি।
শফিকুল আলম বলেন, কোনো এলাকায় আত্মীয়-স্বজন নির্বাচনে দাঁড়ালে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সেখানে পদায়ন হবে না। আর নির্বাচনকালে নিজ এলাকা বা শ্বশুরবাড়ি এলাকাতেও পোস্টিং দেয়া হবে না।
বিগত তিনটি নির্বাচনে ডিসি, এডিসি ও নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এবারের নির্বাচনে যুক্ত না রাখার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান প্রেস সচিব।
তিনি বলেন, যিনি গত তিনটা ইলেকশনে ইনভলভ ছিলেন সেখানে তারা রিটার্নিং অফিসার হন, পোলিং অফিসার হোন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন, তিনটা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে, তাদেরকে নির্বাচনে যুক্ত করা যাবে না।
ভিওডি বাংলা/ এমএইচ




