• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সুশিক্ষাই নতুন বাংলাদেশের ভিত্তি: আমীর খসরু

চট্টগ্রাম প্রতিনিধি    ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ পি.এম.
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী। সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমাদের পেছনে তাকানোর সময় নেই, এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে। বড় বড় দালানকোঠা বা সেতু নয়—নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন সুশিক্ষা।’

তিনি বলেন, ‌‘আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষা-নির্ভর। শিক্ষিত না হলে জাতি নিজের পায়ে দাঁড়াতে পারবে না। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, তা বাস্তবায়নে শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দিতে হবে।’

বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম নগরের হালিশহরে রাবেয়া বসরি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে আমীর খসরু বলেন, ‘নারী ক্ষমতায়ন ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। মেয়েদের শিক্ষায় বিশেষ জোর দিতে হবে, যাতে তারা স্বামীর মুখাপেক্ষী না হয়। বিশ্বে প্রযুক্তির যে পরিবর্তন আসছে, সেই প্রযুক্তিতে আমাদের মেয়েদের সম্পৃক্ত হতে হবে। অন্যথায় তারা পিছিয়ে পড়বে—শিক্ষা অর্জন করেও এর সুফল পাবে না।’

তিনি বলেন, ‘আমরা চাই মেয়েরা সর্বক্ষেত্রে এগিয়ে আসুক—চাকরিক্ষেত্রে, ক্রীড়াঙ্গনে ও রাজনীতিতে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। আগামীতে তারেক রহমান নারী শিক্ষার আরও অগ্রগতির জন্য নানা পদক্ষেপ নেবেন।’

শিক্ষার মানোন্নয়নের দিক তুলে ধরে বিএনপি নেতা আরও বলেন, ‘প্রতিটি স্কুলে ল্যাবরেটরি ও কারিগরি শিক্ষার সুযোগ রাখতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষারই অংশ, এগুলো সমান গুরুত্ব দিতে হবে। অতীতে আমরা অনেক স্কুল ভবন নির্মাণ করেছি, ভবিষ্যতে এসব মৌলিক বিষয়ে আরও বেশি মনোযোগ দেওয়া হবে।’

অনুষ্ঠান শেষে আমীর খসরু কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির সদস্য হতে পারবে না ফ্যাসিস্ট দলের দোসররা: রিজভী
বিএনপির সদস্য হতে পারবে না ফ্যাসিস্ট দলের দোসররা: রিজভী
ঢাকা-১০ আসনে নির্বাচনী প্রচারণায় শেখ রবিউল আলম
ঢাকা-১০ আসনে নির্বাচনী প্রচারণায় শেখ রবিউল আলম
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা হতাশ: সালাহউদ্দিন
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা হতাশ: সালাহউদ্দিন