দ্বিতীয় টি-টোয়েন্টি
১৪ রানে হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৪ রানে হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ। চট্টগ্রামে বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ২১ রান। সাকিব-নাসুম চেষ্টা করলেও জয় ছিনিয়ে আনতে পারেননি টাইগাররা।
শেষ ওভারের প্রথম বলে দুই রান নেন সাকিব আল হাসান, এরপর ওয়াইড দেন আকিল। দ্বিতীয় বল থেকে এক রান নিলে স্ট্রাইক পান রিশাদ হোসেন। কিন্তু তৃতীয় বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। সেই সঙ্গে শেষ হয়ে যায় বাংলাদেশের জয়ের আশা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানে থামে বাংলাদেশের ইনিংস।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান আসে অধিনায়ক শাই হোপের ব্যাট থেকে।
১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সতর্ক সূচনা করেন ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। তবে সাইফ ১১ বলে ৫ রান করে আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর অধিনায়ক লিটন দাস ১৭ বলে ২৩ রান করে ফেরেন।
তানজিদ তামিম ও তাওহিদ হৃদয়ের জুটিতে কিছুটা আশা জাগলেও হৃদয় ১৪ বলে ১২ রানে আউট হন। এরপর ফিফটি পূর্ণ করে (৩৮ বলে ৫০) ফেরেন তানজিদ তামিম।
তামিমের বিদায়ের পরই চাপ বাড়ে বাংলাদেশের। জাকের আলির ধীর ইনিংস (১৮ বলে ১৭) দলের গতি কমিয়ে দেয়। শেষদিকে শামিম, রিশাদ ও সাকিবরা চেষ্টা করলেও ফল আসেনি।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল ছিলেন মুস্তাফিজুর রহমান। ২১ রানে ৩ উইকেট নেন তিনি।
রিশাদ হোসেন ও নাসুম আহমেদ পান দুটি করে উইকেট, তাসকিন আহমেদ নেন একটি।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে শাই হোপের ৫৫ ও আলিক আথানজের ৩৩ বলে ৫২ রানের ইনিংস ছিল উল্লেখযোগ্য।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪৯/৯ (হোপ ৫৫, অ্যাথানেজ ৫২, চেজ ১৭*; মোস্তাফিজ ৩/২১, রিশাদ ২/২০, নাসুম ২/৩৫)।
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৫/৮ (তানজিদ ৬১, লিটন ২৩, জাকের ১৭; আকিল ৩/২২, শেফার্ড ৩/২৯, হোল্ডার ২/২০)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রোমারিও শেফার্ড।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–০–তে এগিয়ে।
ভিওডি বাংলা/ আরিফ







