• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজধানীতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক    ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ এ.এম.
রাজধানীতে নিয়মমাফিক চলছে মেট্রোরেল। ফাইল ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক বন্ধ থাকার পর রাজধানীতে মেট্রোরেল চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল নিয়মমাফিক যাত্রী পরিবহন শুরু করে।

এর আগে বুধবার (২৯ অক্টোবর) রাতে ফার্মগেট এলাকায় কিছুটা কম্পন দেখা দেওয়ায় সোয়া ৯টার দিকে আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে মতিঝিল থেকে কারওয়ান বাজার এবং উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত স্বাভাবিক ছিল।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামের এক পথচারীর মৃত্যু হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। পরে বিকেলে ধাপে ধাপে উত্তরা থেকে আগারগাঁও এবং মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল চালু করা হয়।

বিয়ারিং প্যাড পুনঃস্থাপনের পর ২৭ অক্টোবর সকাল থেকে পুরো রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। তবে সতর্কতার অংশ হিসেবে ফার্মগেট এলাকায় গত তিন দিন ধরে ট্রেনের গতি কিছুটা কমিয়ে চালানো হয়।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৭২৬
বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৭২৬
বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার  ৪
বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার ৪
যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু