• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক    ৩০ অক্টোবর ২০২৫, ১০:০১ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় কৌশল নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদ সম্মেলনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির নীতিনির্ধারকরা দলের স্থায়ী কমিটির সাম্প্রতিক বৈঠকে গৃহীত সিদ্ধান্ত এবং বর্তমান জাতীয় প্রেক্ষাপট নিয়ে গণমাধ্যমের সামনে বক্তব্য রাখবেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এখন চূড়ান্ত প্রস্তুতিমূলক কার্যক্রমে ব্যস্ত সময় পার করছে। দলটি একদিকে নিজেদের প্রার্থী চূড়ান্ত করছে, অন্যদিকে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আসন বণ্টন ও প্রার্থী সমন্বয়ের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।

এই প্রস্তুতির অংশ হিসেবে গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বিএনপি মিত্র রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে। গুলশানে অনুষ্ঠিত ওই বৈঠকে গণতন্ত্র মঞ্চ তাদের ছয়জন শীর্ষ নেতার সম্ভাব্য আসনের তথ্য বিএনপিকে জানায় বলে জানা গেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
আমার বিশ্বাস নির্বাচনে আ’লীগ অংশগ্রহণের সুযোগ পাবে: শেখ হাসিনা
আমার বিশ্বাস নির্বাচনে আ’লীগ অংশগ্রহণের সুযোগ পাবে: শেখ হাসিনা
বিএনপির সদস্য হতে পারবে না ফ্যাসিস্ট দলের দোসররা: রিজভী
বিএনপির সদস্য হতে পারবে না ফ্যাসিস্ট দলের দোসররা: রিজভী