• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বুসানে ট্রাম্প-জিনপিং বৈঠক শুরু

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ অক্টোবর ২০২৫, ১০:০৮ এ.এম.
বুসানে ট্রাম্প-জিনপিং বৈঠক-সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহুল প্রত্যাশিত বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায় দক্ষিণ কোরিয়ার বুসানে এপেক সম্মেলনের ফাঁকে দুই নেতা মুখোমুখি হন। কয়েক ঘণ্টাব্যাপী এই বৈঠকে নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে বিরল খনিজের সরবরাহ চেইন। এই খাতে চীনের একচ্ছত্র আধিপত্য রয়েছে, আর যুক্তরাষ্ট্রও এতে ব্যাপক আগ্রহী। ফলে উভয় দেশের অর্থনৈতিক স্বার্থ জড়িত থাকায় বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

ফেন্টানিল ইস্যুতেও উত্তেজনা বিরাজ করছে দুই দেশের মধ্যে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, চীন যথেষ্ট পদক্ষেপ নেয়নি ফেন্টানিলসহ মাদক পাচার রোধে। এ কারণে মার্চ থেকে চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে হোয়াইট হাউজ। তবে বৈঠকের আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি এ শুল্ক কমানোর কথা বিবেচনা করছেন।

এছাড়া তাইওয়ান, ইউক্রেন যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকও আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প আশা প্রকাশ করেছেন, এই বৈঠক থেকে উভয় দেশই লাভবান হবে।

চীনও মার্কিন শুল্কের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে সয়াবিনসহ বিভিন্ন কৃষিপণ্যে শুল্ক আরোপ করেছে। এতে চাপের মুখে পড়েছেন মার্কিন কৃষকরা, যারা ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভোটব্যাংক হিসেবেই বিবেচিত। বিশ্লেষকদের মতে, কৃষিপণ্যে শুল্কও বৈঠকের আলোচ্য তালিকায় থাকবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফগানিস্তানের সঙ্গে আলোচনা ‘ব্যর্থ’, ব্যবস্থা নেওয়ার  হুঁশিয়ারি পাকিস্তানের
আফগানিস্তানের সঙ্গে আলোচনা ‘ব্যর্থ’, ব্যবস্থা নেওয়ার  হুঁশিয়ারি পাকিস্তানের
‘কার্বাইড বন্দুক’ বিস্ফোরণে অন্ধ হলো ১৪ শিশু-কিশোর
‘কার্বাইড বন্দুক’ বিস্ফোরণে অন্ধ হলো ১৪ শিশু-কিশোর
মালয়েশিয়ায় ৬৭ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় ৬৭ বাংলাদেশি গ্রেপ্তার