• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দোবিলায় বেলালকে প্রাণনাশের হুমকি দিল সন্ত্রাসী হেলাল

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ৩০ অক্টোবর ২০২৫, ০৩:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বেলাল হোসেন নামের   এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলালকে ফোন কলে হেলাল প্রাণনাশের হুমকি দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নওগাঁ ইউনিয়নের দোবিলা গ্রামের মৃত আব্দুল গফুর তালুকদারের ছেলে মো. বেলাল হোসেনের সঙ্গে একই উপজেলার মাগুরা ইউনিয়নের ঘর গ্রামের মো. মোজ্জামেল হকের ছেলে হেলাল হোসেনের প্রেমিকার জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার (৩০ অক্টোবর) সকালে অভিযুক্ত হেলাল হোসেন ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনে বেলাল হোসেনকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, দীর্ঘদিন ধরে হেলাল দোবিলা ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

নিন্মে তার ফোন রেকর্ড হুবাহু তুলে ধরা হল:-
 
ফোন রেকর্ডিং শোনা যায় হেলাল বেলালকে বলেন, তোর বুকের মধ্যে হাত চালা দিয়ে তোর কলিজা বের করে আনবো। তুই জানিস না তুই যদি মহিষলুটি বাজারের আজ আসিস তাহলে তোর পিঠের তুলে নিবো।

তিনি আরো বলেন, তোর জীবনের যদি মায়া থাকে তাহলে তুই জমির কাছে জাবি না। সালা তোকে আজ বুঝাবো আমি কে।

এর আগে হেলাল  ৯/০৪/ ২০২২ র‌্যাবের হাতে ২০০ গ্রাম হিরোইন এবং ৪০০ পিচ বাবাসহ ধরা পড়েন। দীর্ঘ জেল খাটার পর জামিনে বের হয়ে এলাকাবাসীর উপর আবার অত্যাচার শুরু করেন।

মহিষলুটি বাজারের সার ব্যবসায়ী জলিল বলেন, হেলাল যত দিন জেলে ছিল তত দিন এলাকার মানুষ শান্তিতে ছিলো। সে জেল থেকে বের হয়ে ৫ই আগস্টের পর বিএনপির ক্ষমতা দেখিয়ে আমার কাছে চাঁদা দাবি করে। 

ভুক্তভোগী মো. বেলাল হোসেন জানান, হেলাল দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা করছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। তিনি আইনি সহায়তার জন্য থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান  বলেন, “অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে   আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা  হবে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, তবে প্রশাসন শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে লাইট হাউজ’র সেরা ফেলোশিপ পেল প্রহলাদ মন্ডল
কুড়িগ্রামে লাইট হাউজ’র সেরা ফেলোশিপ পেল প্রহলাদ মন্ডল
মধুপুরে সাবেক ছাত্রলীগ নেতা বাবলু আটক
মধুপুরে সাবেক ছাত্রলীগ নেতা বাবলু আটক
যানজট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত
যানজট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত