• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফিল হিউজের ঘটনার পুনরাবৃত্তি: বলের আঘাতে মৃত্যু অস্টিনের

স্পোর্টস ডেস্ক    ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ পি.এম.
ঘাড়ে বলের আঘাতে মৃত্যুবরণ করা তরুণ অস্ট্রেলিয়ান ক্রিকেটার বেন অস্টিনের স্মরণে শোকাহত ক্রিকেট দুনিয়া-ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ায় আবারও ফিরে এলো ফিল হিউজের মর্মান্তিক মৃত্যুর স্মৃতি। ঘাড়ে বলের আঘাতে প্রাণ হারালেন মাত্র ১৭ বছর বয়সী তরুণ ক্রিকেটার বেন অস্টিন। অনুশীলনের সময় বলের আঘাত লাগার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বেন অস্টিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়,

“ভ্যাল বেন অস্টিন। মঙ্গলবার নেটে ব্যাট করার সময় দুর্ঘটনার শিকার হন মেলবোর্নের এই তরুণ ক্রিকেটার। তার মৃত্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়া গভীর শোক প্রকাশ করছে।”

মেলবোর্নের ফার্নট্রি গালির অয়ালি টিউ রিজার্ভে একটি স্থানীয় ম্যাচের আগে ওয়ার্ম-আপ চলাকালীন ঘটে দুর্ঘটনাটি। ঘাড়ে বল লাগার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন বেন। দ্রুত চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

বেন ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাবের খেলোয়াড় ছিলেন। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়,

“বেনের মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। সে শুধু ফার্নট্রি নয়, মুলগ্রেভ ও এলডন পার্ক ক্রিকেট ক্লাবেরও সক্রিয় সদস্য ছিল। তার মৃত্যু স্থানীয় ক্রিকেটে এক বিশাল শূন্যতা তৈরি করবে।”

জানা গেছে, ক্রিকেটে যোগ দেওয়ার আগে বেন ওয়েভারলি পার্ক ফুটবল ক্লাবের হয়েও খেলতেন।

উল্লেখ্য, ২০১৪ সালে শেফিল্ড শিল্ড ম্যাচে শন অ্যাবটের বল ঘাড়ে লেগে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজ মারা যান। সেই ঘটনার পর ব্যাটসম্যানদের হেলমেটের নকশায় বড় ধরনের পরিবর্তন আনা হয়।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন জেসন হোল্ডার
টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন জেসন হোল্ডার
টি-টোয়েন্টি ইতিহাসে নতুন রানী দীপ্তি শর্মা
টি-টোয়েন্টি ইতিহাসে নতুন রানী দীপ্তি শর্মা
খালেদা জিয়ার মৃত্যুতে আবেগাপ্লুত বুলবুল
খালেদা জিয়ার মৃত্যুতে আবেগাপ্লুত বুলবুল