ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তি নবায়নের পরিকল্পনা রিয়ালের

কোচ জাবি আলোনসোর সঙ্গে উত্তপ্ত সম্পর্ক থাকা সত্ত্বেও রিয়াল মাদ্রিদ আগামী গ্রীষ্মে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে নতুন চুক্তি করার পরিকল্পনা করছে। বিভিন্ন গণমাধ্যমের দাবি, চলতি মৌসুমের শেষে ক্লাবটি এই বিষয়ে ভিনিসিয়ুসের সঙ্গে সমঝোতা করতে চায়।
বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ম্যাচের শেষ ১৮ মিনিটে ভিনিসিয়ুসকে মাঠ থেকে নামানো হয়। মাঠ ছাড়ার সময় কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ব্রাজিলিয়ান উইঙ্গার। পরে টিভি ফুটেজে দেখা যায়, তিনি কিছুক্ষণ পরে আবার বেঞ্চে ফিরে আসেন।
খবর অনুযায়ী, সেই সময় ভিনিসিয়ুস ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। এর আগে বছরের শুরুতে তিনি বেতন বৃদ্ধির অনুরোধ করেছিলেন, যা নিয়ে কিছু সমালোচনা সৃষ্টি হয়। তবে রিয়াল মাদ্রিদ এখনও তার সঙ্গে চুক্তি নবায়নে আশাবাদী।
প্রস্তাবিত নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত বার্নাব্যুতে ভিনিসিয়ুসকে ধরে রাখার পরিকল্পনা রয়েছে। তবে আলোনসোর সঙ্গে সম্পর্কের উন্নতি না হলে, সম্ভাব্য ক্লাব ছাড়ার ঝুঁকি রয়ে যাচ্ছে। মাঠে তার গুরুত্ব বিবেচনা করে রিয়াল মাদ্রিদ যত দ্রুত সম্ভব বিষয়টি সমাধান করতে চাইছে।
ভিওডি বাংলা/জা







