• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নবাবগঞ্জে তারুণ্যের উৎসব পালন করলেন এনআরবিসি ব্যাংক

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ৩০ অক্টোবর ২০২৫, ০৫:২৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

"দক্ষতায় তারুণ্য, সমৃদ্ধির আগামী" শ্লোগান নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১ টায় নবাবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নবাবগঞ্জ এনআরবিসি উপশাখার আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের আর্থিক খাতে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের লক্ষ্যে নতুন প্রজন্মের স্টুডেন্ট একাউন্টের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এনআরবিসি ব্যাংকের নবাবগঞ্জ উপশাখার ব্যবস্থাপক মোঃ আবুল হায়াত নুরুন্নবী, অডিট কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন ও অত্র স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মোন্নাফ প্রমূখ। 

এনআরবিসি ব্যাংকের নবাবগঞ্জ উপশাখার ব্যবস্থাপক মোঃ আবুল হায়াত নুরুন্নবী জানান, এনআরবিসি ব্যাংক সম্প্রতি শিক্ষার্থীদের জন্য নতুন প্রজন্মের নতুন একাউন্ট সেবা চালু করেছে। সেখানে মাত্র ১শ টাকা দিয়ে এই একাউন্ট খুলে একজন শিক্ষার্থী ৩২ বছর পর্যন্ত বিনা চার্জে একাউন্ট সচল রাখতে পারবেন এবং বিনামূল্যে ডেবিট কার্ড সহ যাবতীয় সুবিধা চার্জ বিহীন পাবেন বলে জানান তিনি। 

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহেদ, নবাবগঞ্জ এনআরবিসি ব্যাংক উপশাখার কর্মকর্তা মোঃ আতিকুর রহমান ও নুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমানা প্রাচীর ভেঙে বাড়ি দখলের চেষ্টা, বাধা দিতে গিয়ে হামলা
সীমানা প্রাচীর ভেঙে বাড়ি দখলের চেষ্টা, বাধা দিতে গিয়ে হামলা
বগুড়ায় হাতকড়াসহ পালানো সেই আ.লীগ নেতা গ্রেপ্তার
বগুড়ায় হাতকড়াসহ পালানো সেই আ.লীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামে জনপ্রতিনিধিদের অঙ্গীকার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
কুড়িগ্রামে জনপ্রতিনিধিদের অঙ্গীকার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত