• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাগরপুরে ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৩০ অক্টোবর ২০২৫, ০৬:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে ওয়াজ মাহফিল বন্ধ করার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে পাকুটিয়া ইউনিয়নে তৌহিদী জনতা  এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। 

মিছিলটি পাকুটিয়া বাজারে গুরুত্ব্পূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাকুটিয়া কলেজ মাঠে এক সংক্ষিপ্ত  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পাকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, রাথুরা দারুল ইসলাম কওমি মাদ্রাসার মুহতামিম হারুনুর রশিদ রাহমানী, পুখুরিয়া  দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শফিউদ্দিন, সেওয়াইল ইসলামবাদ কওমি মাদ্রাসার মুফতি আলী আজম, জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি শফিকুল ইসলাম, আগতাড়াইল জামে মসজিদের ইমাম মুফতি সোহাইল মাহমুদ, পাকুটিয়া ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি মোনায়েম খান, পাকুটিয়া যুবদলের সদস্য সচিব আসাদুজ্জামান মনোয়ার, পাকুটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আয়নাল হক সরকার, পাকুটিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রাজীব সরকার, পাকুটিয়া ইউনিয়ন ওলামা দলের সভাপতি হাফেজ মো. নুরুল আমিন খানসহ বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, পাকুটিয়া মহিলা মাদ্রাসা ও জাবালে নূর ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে ১০ নভেম্বর রোজ সোমবার পাকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে পাকুটিয়া কলেজ মাঠ প্রাঙ্গণে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল আয়োজন করা হয়। সেই মোতাবেক ওয়াজ মাহফিলের প্যান্ডেলসহ অন্যান্য কাজ করার সময় পাকুটিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান খান ও সাধারণ সম্পাদক রবিন খান মাহফিলের কার্যক্রম বন্ধ করে দেয়। বক্তারা আরো বলেন, এ দুজনের বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কয়েকটি চাঁদাবাজির অভিযোগ নাগরপুর থানায় রয়েছে। ইমরান খান পাকুটিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী সে কলেজ ছাত্রদলের সভাপতি হয় কি ভাবে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমানা প্রাচীর ভেঙে বাড়ি দখলের চেষ্টা, বাধা দিতে গিয়ে হামলা
সীমানা প্রাচীর ভেঙে বাড়ি দখলের চেষ্টা, বাধা দিতে গিয়ে হামলা
বগুড়ায় হাতকড়াসহ পালানো সেই আ.লীগ নেতা গ্রেপ্তার
বগুড়ায় হাতকড়াসহ পালানো সেই আ.লীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামে জনপ্রতিনিধিদের অঙ্গীকার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
কুড়িগ্রামে জনপ্রতিনিধিদের অঙ্গীকার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত