প্রিন্স খেতাব হারালেন রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু

 
                                            
                                    
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু তার রাজকীয় প্রিন্স খেতাব হারিয়েছেন। পাশাপাশি তাকে ছাড়তে হয়েছে রাজপ্রাসাদও। যৌন হেনস্তার দণ্ডপ্রাপ্ত মার্কিন ব্যবসায়ী জেফরি ইপস্টেনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত কয়েকদিন ধরেই তিনি তীব্র চাপে ছিলেন।
অক্টোবরে শুরুতে ‘ডিউক অব ইয়র্ক’সহ নিজের সব রাজকীয় পদবি ত্যাগ করেছিলেন অ্যান্ড্রু। এর আগে প্রকাশিত মরোণত্তর স্মৃতিকথায় আলোচিত নারী ভার্জিনিয়া জিওফরে দাবি করেন, কিশোরী বয়সে তিনি অ্যান্ড্রুর সঙ্গে তিনবার শারীরিক সম্পর্কে জড়ান-যা অ্যান্ড্রু অস্বীকার করেন।
২০২৫ সালের শুরুতে জিওফরে আত্মহত্যা করেন। তার মৃত্যুর পর প্রকাশিত স্মৃতিকথায় রাজপুত্র অ্যান্ড্রুর নাম ফের আলোচনায় আসে। প্রিন্স খেতাব হারানোর পর ভার্জিনিয়ার পরিবার এক বিবৃতিতে জানায়, “ভার্জিনিয়া তার সত্য ও সাহসের মাধ্যমে এক ব্রিটিশ প্রিন্সের পতন ঘটিয়েছেন।”
প্রিন্স খেতাব হারানোর আগে অ্যান্ড্রু থাকতেন উইনসর ম্যানসন নামে পরিচিত রাজপ্রাসাদে। এখন তাকে প্রাসাদ ছাড়তে হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে বাকিংহ্যাম প্যালেস জানিয়েছে, রাজার ভাই এখন থেকে অ্যান্ড্রু মাউন্টব্যাটন উইনসর নামে পরিচিত হবেন।
তবে তার দুই মেয়ে ইগুইন ও বিট্রাইসের প্রিন্সেস খেতাব বহাল থাকবে। প্রিন্স খেতাব হারালেও তিনি এখনো রাজা হওয়ার সম্ভাব্য উত্তরাধিকার তালিকায় আট নম্বরে রয়েছেন।
ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রু এখন ব্যক্তিমালিকানাধীন নতুন বাড়িতে থাকবেন এবং তার যাবতীয় খরচ বহন করবেন তার বড় ভাই রাজা তৃতীয় চার্লস।
সূত্র: বিবিসি
ভিওডি বাংলা/জা
 
 
                             
                         
                 
                






