• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মায়ামিতে নতুন চুক্তি

বছরে ২০.৪৫ মিলিয়ন ডলার বেতন পাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক    ৩১ অক্টোবর ২০২৫, ১২:৫৭ পি.এম.
লস অ্যাঞ্জেলসের সন হিউং মিন, ইন্টার মায়ামির লিওনেল মেসি ও ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসের থমাস মুলার-ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৫ মৌসুম শেষে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা ছিল লিওনেল মেসির। তবে তার আগে তিনি আরও তিন বছরের জন্য নতুন চুক্তি করেছেন। এবারও সর্বোচ্চ বার্ষিক বেতন পাবেন মেসি। বেসিক বেতন ও সাইনিং বোনাস হিসেবে তিনি বছরে ২০.৪৫ মিলিয়ন ডলার বা প্রায় ২৫০ কোটি টাকা পাবেন।

২০২৫ সালের এমএলএস খেলোয়াড়দের বেতন তালিকায় দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিন (লস অ্যাঞ্জেলস), যিনি ১১.১৫ মিলিয়ন ডলার বা ১৩৬ কোটি টাকার পারিশ্রমিক পান। শীর্ষ তিনে মেসির সঙ্গে আছেন ইন্টার মায়ামির সার্জিও বুসকেটস, যিনি ৮.৭৮ মিলিয়ন ডলার বা ১০৭ কোটি টাকার বেতন পান।

এছাড়া, স্পেন ও বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জর্দি আলবা, মিগুয়েল আলমিরন (আটলান্টা) ও হার্ভিং লোজানো (সান দিয়েগো) শীর্ষ দশে থাকলেও আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল তালিকায় নেই।

এমএলএসের শীর্ষ বেতনভুক্ত ফুটবলারের তালিকা (ডলারে):

লিওনেল মেসি (ইন্টার মায়ামি)-২০.৪৫ মিলিয়ন 
সন হিউং-মিন (লস অ্যাঞ্জেলস)-১১.১৫ মিলিয়ন
সার্জিও বুসকেটস (ইন্টার মায়ামি)-৮.৭৮ মিলিয়ন
মিগুয়েল আলমিরন (আটলান্টা)-৭.৮৭ মিলিয়ন
হার্ভিং লোজানো (সান দিয়েগো)-৭.৬৩ মিলিয়ন
এমিল ফর্সবার্গ (নিউইয়র্ক রেড বুলস)-৬.০৪ মিলিয়ন
জর্দি আলবা (ইন্টার মায়ামি)-৬ মিলিয়ন
রিকুই পুইগ (এলএ গ্যালাক্সি)-৫.৭৮ মিলিয়ন
জনাথন বাম্বা (শিকাগো)-৫.৫৮ মিলিয়ন
হানি মুখতার (ন্যাশভিলে)-৫.৩১ মিলিয়ন

এদিকে, নতুন দলবদল শেষে সর্বাধিক বেতন পাচ্ছেন কেবল সন। রদ্রিগো ডি পলের পারিশ্রমিক ৩.৬৭ মিলিয়ন ডলার বা প্রায় ৪৫ কোটি টাকা। ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসের থমাস মুলারের বেতন ১.৪৪ মিলিয়ন ডলার বা ১৭ কোটি ৬৪ লাখ টাকা।

দলভিত্তিক খরচের হিসেবে সবচেয়ে বেশি ব্যয় ইন্টার মায়ামি করেছে-৪৮.৭৮ মিলিয়ন ডলার। লস অ্যাঞ্জেলসের ব্যয় ৩০.১ মিলিয়ন, আটলান্টা ২৮.৫ মিলিয়ন, এফসি সিনসিনাতি ২৩.২ মিলিয়ন এবং শিকাগো ফায়ারের ২৩.২ মিলিয়ন ডলার।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ স্থগিত
আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ স্থগিত
২২ বছর পর মিরপুরে ফিরলেন আসিফ আকবর
২২ বছর পর মিরপুরে ফিরলেন আসিফ আকবর
ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তি নবায়নের পরিকল্পনা রিয়ালের
ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তি নবায়নের পরিকল্পনা রিয়ালের