• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ৩১ অক্টোবর ২০২৫, ০১:৪৫ পি.এম.
হোয়াইটওয়াশ এড়াতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ-ছবি সংগৃহীত

বাংলাদেশের প্রায় প্রতিটি ম্যাচ শেষে ব্যাটিং পারফরম্যান্স নিয়ে তর্ক তৈরি হয়। বোলারদের ভালো পারফরম্যান্সের উপর নির্ভরতা থাকলেও ব্যাটাররা ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না। বিশেষত ওয়ানডেতে এই সমস্যা দেখা দিয়েছে। তবুও, সবশেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতে বাংলাদেশের আশা জন্মায়।

চট্টগ্রামের বন্দরনগরীতে মিরপুরের স্পিন-নির্ভর উইকেট নেই, তাই ব্যাটিং সমস্যা আরও প্রকট। টি-টোয়েন্টি সিরিজেও ব্যাটিং ভাঙনের চক্রে রক্ষা পাওয়া যায়নি। ফলে দুই ম্যাচ হারের পর সিরিজ হাতছাড়া হয়েছে।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে। আগের একাদশে ব্যাটিং ব্যর্থতার কারণে জাকের আলি অনিক বাদ পড়তে পারেন। শামীম পাটোয়ারীর স্থলে একাদশে ফিরতে পারেন নুরুল হাসান সোহান। এছাড়া তাসকিন আহমেদ বিশ্রাম পেতে পারেন, সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম।

জাকেরের স্থলে একাদশে ফিরতে পারেন শেখ মেহেদী হাসান। তাওহীদ হৃদয় বাদ গেলে দলে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে।

সম্ভাব্য দুই দলের একাদশ:

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ: ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে, জেইডেন সিলস।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত সফরে যাচ্ছে নারী দল, খেলবে ২ ফরম্যাটের সিরিজ
ভারত সফরে যাচ্ছে নারী দল, খেলবে ২ ফরম্যাটের সিরিজ
আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ স্থগিত
আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ স্থগিত
২২ বছর পর মিরপুরে ফিরলেন আসিফ আকবর
২২ বছর পর মিরপুরে ফিরলেন আসিফ আকবর