নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড

 
                                            
                                    
দিনাজপুরের নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে মোঃ মরফিদুল ইসলাম (৩৮) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সে উপজেলার ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মোঃ মতিয়ার রহমান এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ মতিন। শুক্রবার দুপুরে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের পশ্চিম খোদাইপুর নাওভাঙ্গা সাকিনের সামনে মাদক সেবনকারী মোঃ মরফিদুল ইসলাম কে মাদক সেবন করা অবস্থায় দেখে তাকে আটক করা হয়।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)) মোঃ মুনতাসীর মাহফুজ সহ থানার এসআই ডেভিড হিমাদ্রি বর্মন তার সঙ্গীও ফোর্সদের সাথে নিয়ে অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোঃ মরফিদুল ইসলাম (৩৮) কে মাদকসহ আটকরত অবস্থায় দেখে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। এছাড়াও নগদ ১০০ টাকা অর্থদন্ড জরিমানা করেন।
ভিওডি বাংলা/ এমএইচ
 
                             
                         
                 
                





