টাঙ্গাইল-৫ সদর আসন
টাঙ্গাইলে ফরহাদ ইকবালের সাথে শহর বিএনপি’র মত বিনিময়

 
                                            
                                    
টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের সাথে শহর বিএনপি’র নেতা কর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর)সকালে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে শহর বিএনপি’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবাল।
শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীমের সভাপতিত্বে ও শহর বিএনপি’র সাধারণ সস্পাদক ইজাজুল হক সবুজের সঞ্চালনায় ওই মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, ছাত্র দলের সদস্য সচিব এম এ বাতেন প্রমুখ। এসময় বিএনপি’র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ফরহাদ ইকবাল বিএনপির দুঃসময়ে সকল রাজনৈতিক কর্মকান্ডে অংশ গ্রহন করে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের নির্যাতনের সিকার হয়েছেন। প্রতিটি আন্দোলন সংগ্রামে শহীদ জিয়ার আর্দশকে প্রতিষ্ঠিত করতে জেলা বিএনপির নেতাকর্মীদের পাশে দাড়িয়ে সহযোগিতা করেছেন। দলমত নির্বিশেষে এ আসনের জন সাধারণের কাছে তিনি একজন প্রিয় মানুষ । একারণে ফরহাদ ইকবালকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন। তাই তারা ফরহাদ ইকবালকে মনোনয়ন দেয়ার জোর দাবি করেন।
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার সুফল পেতে জনমত সৃষ্টি করার আহ্বান জানান। 
 
ভিওডি বাংলা/ এমএইচ
 
                             
                         
                 
                





