ডিভোর্সের ১২ বছর পর মহিমা, পাশে ষাটোর্ধ্ব সঞ্জয়!

 
                                            
                                    
হঠাৎ এমন দৃশ্য দেখলে জল্পনা হওয়াই স্বাভাবিক। লাল বেনারসি সাড়ি, সিঁথিতে সিঁদুর, এবং পাশে শেরওয়ানিতে ষাটোর্ধ্ব অভিনেতা সঞ্জয় মিশ্র-বলিউডের পর্দায় আবারও আলোচিত হলেন মহিমা চৌধুরী।
এক যুগ আগে দাম্পত্য জীবনের ইতি টানা মহিমা কি ৫২ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন? পাপারাজ্জিদের সামনে তিনি মিষ্টি বিতরণ করে বলেন, “আপনারা বিয়েতে তো আসতে পারলেন না, তাই এখন মিষ্টিমুখ করুন!”-এই দৃশ্যটি দেখলে ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়।
তবে সত্যিটা হলো, এটি কোনো ব্যক্তিগত ঘটনা নয়। মহিমা চৌধুরী এবং সঞ্জয় মিশ্র ‘দুর্লভ প্রাসাদ কি দুসরি শাদি’ সিনেমার জন্যই এই পাবলিসিটি স্টান্ট করেছেন। সিদ্ধান্ত রাজ পরিচালিত এই ছবিতে মহিমা সঞ্জয় মিশ্রের দ্বিতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে তিনি বলিউডে ফিরে এসেছেন।
কনে সাজে ধরা দিয়ে মহিমা দর্শক এবং মিডিয়ার মধ্যে চমক সৃষ্টি করেছেন-একটি সফল পাবলিসিটি স্টান্ট বলেই মনে হচ্ছে।
ভিওডি বাংলা/জা
 
 
                             
                         
                 
                






