জেমিমার ঐতিহাসিক সেঞ্চুরিতে নারী বিশ্বকাপে রেকর্ডের বন্যা

 
                                            
                                    
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরির পাশাপাশি একাধিক রেকর্ড গড়েছেন ভারতের ব্যাটার জেমিমা রদ্রিগেজ। নারী ক্রিকেট ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড়, যিনি ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে রান তাড়া করে সেঞ্চুরি করে দলকে জয় এনে দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সেমিফাইনালে জেমিমার ব্যাট থেকে আসে ১২৭ রানের অনবদ্য ইনিংস, যা নারী বিশ্বকাপের ৫৩ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক।
এর আগে নকআউট পর্বে রান তাড়ার সময় সেঞ্চুরি করেছিলেন কেবল ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট—২০২২ সালের ফাইনালে ১৪৮ রান করেছিলেন তিনি, কিন্তু দলকে জেতাতে পারেননি। তবে জেমিমা ইতিহাস গড়েছেন সফল রান তাড়ায় শতরান করে দলকে জিতিয়ে। ভারতের নারী ক্রিকেটে এটি আরও একটি মাইলফলক।

এর আগে ২০১৭ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ১৭১ রানের ইনিংস খেলেছিলেন হারমানপ্রীত কৌর। এবার তার পথ ধরেই নকআউটে আরেক ভারতীয় ব্যাটার করলেন সেঞ্চুরি—তাও সফল রান তাড়ায়।
তাছাড়া, অস্ট্রেলিয়ার বিপক্ষে সফল রান তাড়ায় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও এখন জেমিমার। ২০১২ সালে সুজি বেটিসের ১২২ রান ছিল রেকর্ড; জেমিমা সেই রেকর্ড ভেঙেছেন তার ১২৭ রানের ইনিংস দিয়ে।
আরও একটি রেকর্ড যোগ হয়েছে তার ঝুলিতে—
তিনি হয়েছেন নারী ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে দ্বিতীয় কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান। সবচেয়ে কম বয়সে (২২ বছর ১৯৫ দিন) এই কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার ফোবে লিচফিল্ড। জেমিমার বয়স তখন ২৫ বছর ৫৫ দিন।
ভিওডি বাংলা/ আরিফ
 
                             
                         
                 
                






