এ বছর ঢাকায় আ.লীগের প্রায় ৩ হাজার নেতা-কর্মী গ্রেপ্তার

 
                                            
                                    
রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল হতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে শেরেবাংলা নগর থানা ১৮ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ১৩ জন, খিলক্ষেত থানা চারজন, উত্তরা থানা দুজন, বাড্ডা থানা তিনজন, বনানী থানা তিনজন, তেজগাঁও থানা তিনজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান।
খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টা ৩৭ মিনিটে খিলক্ষেত থানাধীন ৩০০ ফিটস্থ পুরাতন মস্তুল চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ব্যানারে মিছিল করার জন্য নেতাকর্মী জড়ো হওয়ার সংবাদ পায় খিলক্ষেত থানা পুলিশ। সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে মিছিল করার ব্যানারসহ আনিসুজ্জামান রনি, মুন্না মিয়া, জাকির হোসেন ও কামরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টায় উত্তরা পশ্চিম থানা এলাকায় উত্তরা পশ্চিম থানাধীন ০৯নং সেক্টরস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আকাশ টাওয়ারের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মিছিল-পূর্ব প্রস্তুতিকালে ব্যানারসহ মোমিনুল হাসান ও রকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টায় বাড্ডা থানাধীন প্রগতি সরণি মেইন রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ইয়াসিন আরাফাত, তাসরীপ হোসেন ও মো. খালেদ বিন কাওসারকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
সিটিটিসি সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সিটিটিসির একটি টিম ডিএমপির বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যদের সরকারবিরোধী ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে রফিকুল ইসলাম, সুমন হোসেন, মেজবাউল ইসলাম, সাইফুল ইসলাম, জনি, রাশেদুজ্জামান, পরশ্, মামুন, রাজু, শফিউল আলম, কুদ্দুস সরদার, মিঠুন দেবনাথসহ মোট ১৩ নেতা ও কর্মীকে গ্রেপ্তার করে।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ৯০-১০০ জন অবৈধ মিছিলে অংশগ্রহণকারী বজলুর রহমান, নুর আলম সিদ্দিক, মহিউদ্দিন আহমেদ দোলনসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানা পুলিশ।
বনানী থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে বনানী ঢাকা গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী জিয়াদ মাহমুদ মো. জিয়াদ ও মো. আসলামকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় তেজগাঁও থানাধীন বিজয় সরণি এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ জটিকা মিছিলের প্রাক্কালে মো. রিফাত ইসলাম, মো. মিল্লাত বাবু ও মো. স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৪৬ জনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।
ভিওডি বাংলা/ এমএইচ
 
                             
                         
                 
                





