বাঁশখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে ‘পাপ্পা’

 
                                            
                                    
চট্টগ্রাম বাঁশখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-১৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার কালীপুর গুনাগরি-রামদাশ মুন্সিরহাট বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা ধানের শীষের স্লোগানে পুরো এলাকাকে মুখরিত করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আমিনুর রহমান চৌধুরী, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাহেরুল হক, সাবেক সাধারণ সম্পাদক আমানুল্লাহ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার, সাবেক সদস্য সচিব রবিউল হাসান শাপলা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দীন চৌধুরী, সদস্য সচিব দিদারুল আলম, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য এস. এম. তৈয়ব, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তারেকুল ইসলামসহ উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, “তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক দল বা জোটের কর্মসূচি নয়, এটি দেশের মানুষের গণতান্ত্রিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার ঘোষণাপত্র। ৩১ দফায় রাষ্ট্র মেরামতের সব উপাদান রয়েছে। এটি নিঃসন্দেহে এ দেশের মানুষের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। আপনারা আমার পিতা মরহুম জাফরুল ইসলাম চৌধুরীকে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠিয়েছিলেন, মন্ত্রীও বানিয়েছিলেন। আমিও ধানের শীষের মনোনয়ন নিয়ে আমার মরহুম পিতা জাফরুল ইসলাম চৌধুরীর মতো বাঁশখালীবাসীর সেবা করতে চাই।”
ভিওডি বাংলা/ এমএইচ
 
                             
                         
                 
                





