• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

একটি গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি: নুরুদ্দিন অপু

শরীয়তপুর প্রতিনিধি    ৩১ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি-সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, নির্বাচনের জন্য ‘হ্যাঁ–না’ ভোটের প্রয়োজন নেই। কারণ ‘হ্যাঁ–না’ ভোট দেশের মানুষকে ভোগান্তিতে ফেলে।

ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে শরীয়তপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

নুরুদ্দিন অপু বলেন, ‘এতদিন পর মানুষ একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন চায়। এ ধরনের নির্বাচন আয়োজনের জন্য ‘হ্যাঁ–না’ ভোটের প্রয়োজন নেই। মানুষের মনে এখন একটাই আকুতি যত দ্রুত সম্ভব একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। দেশের অর্থনৈতিক গতি থেমে গেছে, তাই এই মুহূর্তে একটি গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি।’

তিনি বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার পতনের মূল কারণই ছিল তিনি জনগণকে সেই গণতান্ত্রিক নির্বাচনের অধিকার দেননি। বিগত তিনটি নির্বাচনে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমাদের মূল লক্ষ্যই হলো একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এই নির্বাচনের মাধ্যমেই দেশের অর্থনীতি পুনরায় সাবলম্বী হয়ে উঠবে।’

পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ সময় শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুট্ট মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক বি এম মোস্তাফিজ ( মোস্তফা) সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এতিম মরিয়মের দায়িত্বে শিশু ইসমাইল ও সংসার এর বোঝা
এতিম মরিয়মের দায়িত্বে শিশু ইসমাইল ও সংসার এর বোঝা
গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি
গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি
দীর্ঘ ৯ মাস পর অবশেষে খুললো সেন্ট মার্টিন
দীর্ঘ ৯ মাস পর অবশেষে খুললো সেন্ট মার্টিন