• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পক্ষপাতিত্বের অভিযোগ থাকলে

এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয় : মুজাহিদুল

নিজস্ব প্রতিবেদক    ৩১ অক্টোবর ২০২৫, ০৯:৩১ পি.এম.
কথা বলছেন সিপিবির সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সংগৃহীত ছবি

এই সরকার যদি দলীয় পক্ষপাতিত্বের অভিযোগে অভিযুক্ত হয়, তাহলে নিরপেক্ষ নির্বাচন এই সরকারের অধীনে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাসদের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।     

আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “সংস্কার ছাড়া সুষ্ঠ নির্বাচন সম্ভব না, তাহলে সংস্কার ছাড়া সুষ্ঠ ন্যায় বিচারও সম্ভব না। সংস্কার ছাড়াই ট্রাইবুনাল করলেন কেন? যদি সংস্কার ছাড়া নির্বাচন শুদ্ধ না হয়। তাহলে সংস্কার না করে বিচার ব্যবস্থার ভেতরেও তো রোগ রয়ে গেছে। তাহলে ন্যায় বিচার পাওয়া যাবে না। আর এই সরকার যদি দলীয় পক্ষপাতিত্বের অভিযোগে অভিযুক্ত হয় তাহলে নিরপেক্ষ নির্বাচন এই সরকারের অধীনে সম্ভব নয়।” 

তিনি আরও বলেন, “দেশে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বলতে হয়— সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? দেশের এক জায়গায় মলম লাগাবেন, আরেক জায়গায় ফোড়া বের হবে। টোটকা-ফোটকায় কাজ হবে না। একটা সামাজিক বিপ্লব করা খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে।”

'কেউ জনগণের স্বার্থ রক্ষা করে না' জানিয়ে তিনি বলেন, “বারবার আমরা ঠকি। কেন ঠকি? জমি বর্গা দেওয়া যায় স্বার্থ বর্গা দেওয়া যায় না। হাসিনাকে বরগা দিয়ে ঠকে গেছি। খালেদাকে বরগা দিয়ে ঠকে গেছি। ইউনুসকে বর্গা দিয়ে ঠকে যাচ্ছি। এরাই পুঁজিবাদী ব্যবস্থায় দেশ চালাইছে, লুটপাট তন্ত্র কায়েম হয়েছে, লুটপাটের রাজত্ব বহাল রাখার জন্য। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। এমনকি ভোটাধিকার পর্যন্ত হরণ করেছে।”

জামায়াতে ইসলামী সম্পর্কে তিনি বলেন, জামায়াতে ইসলামের সম্পর্কে বলতেছি যে তাদের তো বাংলাদেশের মাটিতে অফিস করার, তৎপরতা চালানোর কোন অধিকার নাই। কিন্তু সে জোর করে এখানে থাকতেছে কেন? একটা গভীর ষড়যন্ত্রের জাল। সে বলে যে সংস্কার চাই, পরিবর্তন চাই এবং আগে আগে আমার এইখানে গণভোট দিতে হবে।

দেড় বছর পার হলেও এক ইঞ্চিও বৈষম্য দূর হয় নাই বলেও মন্তব্য করেন তিনি।

এসময় জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, “অভ্যুত্থান শহীদদের চেতনা ধারণ করে বলতে চাই একটা বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার আজকে অভ্যুত্থান বিজয়ের পর একটা জিকির উঠে গেল একাত্তরের  সংবিধানের কারণে নাকি স্বৈরতন্ত্র হয়েছে ফ্যাসিস্ট হয়েছে। এটাকে রাখা যাবে না। চলে আসল সংস্কারের কথা। ইউনুস সাহেব বৈষম্য বলে ক্ষমতায় গেছেন কত আরাম… বৈষম্য কথা বলে উনি টিভির লাইসেন্সও দিয়ে দিয়েছেন। বাংলাদেশের এই যে ফ্যাসিজম...আমি মনে করি এটা একটা অসুখ, রাজনীতির সর্বোচ্চ রোগ হচ্ছে ফ্যাসিজম।”

এসময় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিআর পদ্ধতির দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াতের নায়েবে আমীরের
পিআর পদ্ধতির দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াতের নায়েবে আমীরের
নির্বাচনের আগে গণভোটের কথা বলে রাজনৈতিক ফায়দা লুটছে: নুর
নির্বাচনের আগে গণভোটের কথা বলে রাজনৈতিক ফায়দা লুটছে: নুর
প্রতারণাকে ‘না’ বলছি: রুমিন ফারহানা
প্রতারণাকে ‘না’ বলছি: রুমিন ফারহানা