• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কানাডার সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনায় বসবেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ১ নভেম্বর ২০২৫, ০৯:৫২ এ.এম.
সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগান-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নতুন করে কোনো বাণিজ্য আলোচনা শুরু হবে না-এমন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, কানাডার একটি রাজনৈতিক বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহারের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ট্রাম্প এ সিদ্ধান্ত নেন।

শুক্রবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ওই বিজ্ঞাপনের জন্য দুঃখ প্রকাশ করেছেন, তবে দুই দেশ এখন আর আলোচনায় বসবে না। তিনি বলেন, “আমি তাকে অনেক পছন্দ করি, কিন্তু তারা যা করেছে তা ভুল ছিল। বিজ্ঞাপনটা ভুয়া ছিল বলে তিনি ক্ষমা চেয়েছেন।”

এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর এখনো কোনো মন্তব্য জানায়নি।

গত সপ্তাহে এই বিজ্ঞাপনকে কেন্দ্র করে ট্রাম্প কানাডার সঙ্গে চলমান আলোচনা বাতিল করেন এবং দেশটির পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।

অন্টারিও প্রদেশ সরকারের প্রচারিত সেই বিজ্ঞাপনে রিপাবলিকান নেতা রোনাল্ড রিগানের ভাষণ উদ্ধৃত করে বলা হয়, বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ বাণিজ্যযুদ্ধের সৃষ্টি করে ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত করে।

আল জাজিরার তথ্যমতে, অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডের টিম রিগানের পুরোনো ভাষণের অংশ কেটে এক মিনিটের বিজ্ঞাপন তৈরি করেছিল। যদিও ব্যবহৃত বাক্যগুলো রিগানের মূল বক্তব্য থেকেই নেওয়া।

বিতর্কের পর ডগ ফোর্ড বিজ্ঞাপন প্রচার স্থগিত করেন, যাতে দুই দেশের সম্পর্কের উত্তেজনা না বাড়ে। অন্যদিকে প্রধানমন্ত্রী কার্নি জানান, কানাডা আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত।

উল্লেখ্য, ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রই কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। কানাডার মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশই যুক্তরাষ্ট্রে যায়। তবে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির কারণে সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক অস্থির হয়ে উঠেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলকে রক্ষায় ১২০ কোটি ডলারের তথ্য ফাঁস
ইসরায়েলকে রক্ষায় ১২০ কোটি ডলারের তথ্য ফাঁস
এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
হারিকেন মেলিসার তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৪৪
হারিকেন মেলিসার তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৪৪