• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাথরঘাটায় ১ ট্রলারে ১৪০ মণ ইলিশ

বরগুনা প্রতিনিধি    ১ নভেম্বর ২০২৫, ১০:০১ এ.এম.
পাথরঘাটা ঘাটে এফবি সাফওয়ান-৩ ট্রলার থেকে নামানো হচ্ছে ধরা পড়া বিপুল পরিমাণ ইলিশ-ছবি - ভিওডি বাংলা

নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকারে গিয়ে বরগুনার পাথরঘাটার একটি ট্রলারে ধরা পড়েছে প্রায় ১৭০ মণ ইলিশ। তবে ট্রলারে ধারণক্ষমতা না থাকায় জেলেরা ১৪০ মণ ইলিশ নিয়ে ঘাটে ফিরে আসেন। পরে সাইজ অনুযায়ী প্রতি মণ ২২ থেকে ২৭ হাজার টাকা দরে প্রায় ৩১ লাখ ৫০ হাজার টাকায় মাছগুলো বিক্রি করা হয়।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে এফবি সাফওয়ান-৩ নামের ট্রলারটি বিপুল পরিমাণ ইলিশ নিয়ে পাথরঘাটা উপজেলার মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি) ঘাটে পৌঁছায়।

জানা গেছে, গত ২৯ অক্টোবর পাথরঘাটা থেকে ১৯ জন জেলে নিয়ে ট্রলারটি সাগরে যায়। পরে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীরে জাল ফেললে তাতে ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ট্রলারটি মাছ বোঝাই হয়ে গেলে অতিরিক্ত ২৫-৩০ মণ ইলিশ অন্য একটি ট্রলারে তুলে দেওয়া হয়।

ট্রলারের মাঝি রুবেল বলেন, “সাগরে গিয়ে বিকেলে জাল ফেলার পর টেনে তুলতেই দেখি, জালে প্রচুর ইলিশ ধরা পড়েছে। তিনটি কলই মাছ ভর্তি হয়ে যায়। জায়গা না থাকায় কিছু জাল কেটে মাছসহ ফেলতে হয়েছে।”

ট্রলারের মালিক মানিক মিয়া বলেন, “দীর্ঘদিন সাগরে তেমন মাছ পাওয়া যাচ্ছিল না। এবার একসঙ্গে এত ইলিশ পেয়ে আগের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারব।”

পাথরঘাটা বিএফডিসি ঘাটের মৎস্য গবেষক বিপ্লব কুমার সরকার জানান,

“মা ইলিশ ডিম ছাড়তে নদীতে আসে এবং পরে আবার সাগরে ফিরে যায়। নিষেধাজ্ঞা শেষে ওই ট্রলারটি সম্ভবত একটি বড় ঝাঁকের ওপর জাল ফেলেছিল বলেই এত ইলিশ ধরা পড়েছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন
কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন
রাজারহাটে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
রাজারহাটে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
পাংশায় জাপান এডুকেশন এন্ড জব সেন্টারের উদ্বোধন
পাংশায় জাপান এডুকেশন এন্ড জব সেন্টারের উদ্বোধন