রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রাক বাংলা উৎসব

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে “প্রাক বাংলা উৎসব”।
শনিবার (০১ নভেম্বর) সকালে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রাজবাড়ী একাডেমীর আয়োজনে এ উৎসবের সূচনা হয়। সকাল ১০টায় কবুতর উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। উদ্বোধনের পর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী একাডেমীর সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী দেবাহুতি চক্রবর্তী এবং রাজবাড়ী একাডেমীর সাধারণ সম্পাদক ডা. ইকবাল হোসেন।
বক্তারা বলেন, “বাংলা উৎসব প্রতিবছরই রাজবাড়ীতে ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়। এবারের আয়োজন তুলনামূলকভাবে ছোট হলেও শিক্ষার্থীদের অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যঞ্জক। বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চার ধারাবাহিকতা বজায় রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
এবারের প্রাক বাংলা উৎসবে চার শতাধিক শিক্ষার্থী নিবন্ধন করেছে। তারা তিনটি বিভাগে বিভক্ত হয়ে মোট ১৩টি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিযোগিতাগুলোর মধ্যে রয়েছে, অভিধান থেকে শব্দ খোঁজা, শব্দ দিয়ে বাক্য তৈরি, বানান শুদ্ধকরণ, বিপরীত শব্দ লেখা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা, গল্প বলা এবং রচনা প্রতিযোগিতা।
আয়োজকরা জানান, এ উৎসব শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষার প্রতি অনুরাগ, সাহিত্যচর্চা ও সংস্কৃতির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে। আগামীকাল অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান, যেখানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
ভিওডি বাংলা/ এমএইচ







