• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নবাবগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ১ নভেম্বর ২০২৫, ০১:১৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

‘সাম্য ও সমতায়,  ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (০১ নভেম্বর) সকালে উপজেলায় র‌্যালি, পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটি উদ্বোধনসহ আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

পরে উপজেলা অডিটোরিয়ামে ৫৪ তম সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মুনতাসীর মাহফুজ। 

সমবায় দিবসের আলোচনা সভায় উপজেলা সমবায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন সরদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ রেজাউল ইসলাম, মোগরপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম নাগরিক পার্টি এনসিপির উপজেলা শাখার গোলাম মোস্তফা, মজিদনগর কারিগরি কলেজের প্রিন্সিপাল শ্রী বিপ্লব সাহা সহ উপস্থিত ছিলেন উপজেলার সকল সমবায় কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।  

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের দারিদ্র বিমোচন সম্ভব হচ্ছে, সমবায়ীরা নিজেরা যেমন স্মাবলম্বী হন, তেমনি পরিবার, সমাজ ও দেশকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করে। সেই সাথে এই গণমুখী সমবায় সাধারণ মানুষের অধিকার আদায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে সমবায়ীদের আরো এগিয়ে আসতে হবে।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন
কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন
রাজারহাটে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
রাজারহাটে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
পাংশায় জাপান এডুকেশন এন্ড জব সেন্টারের উদ্বোধন
পাংশায় জাপান এডুকেশন এন্ড জব সেন্টারের উদ্বোধন