• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চিকিৎসকদের জন্য বিশাল সুখবর

নিজস্ব প্রতিবেদক    ১ নভেম্বর ২০২৫, ০১:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় ৭,৫০০ চিকিৎসককে সুপারনিউমারারি পদে পদোন্নতি দিতে যাচ্ছে। তবে পদোন্নতির এই তালিকায় বাদ পড়েছেন আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসক সংগঠন স্বাচিপের বহু সদস্য।

মন্ত্রণালয় জানায়, বাদ পড়াদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে এবং কিছু পদোন্নতি ‘ভুলবশত’ দেওয়া হয়েছিল। এছাড়া পদোন্নতি প্রাপ্ত সাতজন চিকিৎসকের প্রজ্ঞাপনও পরবর্তীতে বাতিল করা হয়েছে।

হাসপাতাল ও মেডিকেল কলেজে প্রশাসনিক জট ও পদশূন্যতা দূর করতে এবং স্থিতিশীলতা ফেরাতে স্বাস্থ্য মন্ত্রণালয় এই পদোন্নতির উদ্যোগ নিয়েছে। বিদ্যমান পদসংখ্যার চেয়ে বেশি চিকিৎসককে পদোন্নতি দেয়াকেই সুপারনিউমারারি পদোন্নতি বলা হয়।

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত স্বাচিপ ও আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকরা স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ পদে প্রভাব বিস্তার করেছেন। এর ফলে বিএনপি সমর্থিত ড্যাব, জামায়াত সমর্থিত এনডিএফ, বামপন্থি চিকিৎসক এবং অরাজনৈতিক চিকিৎসকেরা অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর জানান, ৮২টি বিষয়ে এ পদোন্নতির কাজ চলছে, যা এত বড় পরিসরে আগে কখনও হয়নি। স্বাস্থ্য সচিব মো. সাঈদুর রহমান বলেন, অভিযোগযুক্ত কিছু চিকিৎসকের পদোন্নতি আটকানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। যারা কাগজপত্র সঠিক থাকলেও পদোন্নতি পাননি, তারা মন্ত্রণালয়ে যোগাযোগ করতে পারবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে প্রাণ গেল ৪ জনের, হাসপাতালে ৮০৩
ডেঙ্গুতে প্রাণ গেল ৪ জনের, হাসপাতালে ৮০৩
ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ৭৬২ ভর্তি
ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ৭৬২ ভর্তি
ডেঙ্গুতে মৃত্যু আড়াইশ ছাড়াল
ডেঙ্গুতে মৃত্যু আড়াইশ ছাড়াল