• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকার বিলম্ব না করলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: রিজভী

নিজস্ব প্রতিবেদক    ১ নভেম্বর ২০২৫, ০৩:০৫ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: ভিওডি বাংলা

অন্তর্বর্তী সরকার ইচ্ছে করে বিলম্ব না করলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘চট্টগ্রামে রাউজান উপজেলায় দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান চালিয়ে অস্ত্রসহ আটক করেছে, তারা কেউ বিএনপি নয়। সবাই ফ্যাসিবাদের সঙ্গে জড়িত। ওই ঘটনায় কিছু সংবাদপত্র বিএনপি নেতা হিসেবে উপস্থাপন করেছেন। তারা কেউই বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট নয়।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘সবকিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টার মাঝেও সরকারের গাফিলতি ও আইনশৃঙ্খলায় ঢিলেঢালা ভাব স্পষ্ট। সরকার সামাজিক নিরাপত্তায় ব্যর্থ। তাই সমাজবিরোধীদের উত্থান হয়েছে।’

তিনি বলেন, ‘জুলাইয়ের পর মানুষ স্বস্তির নিশ্বাস চেয়েছিল। কিন্তু সামাজিক উপদ্রব ও সমাজবিরোধী বাহিনী তৈরি হওয়ায় নিরপেক্ষ সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়েছে।’

যারা চাঁদাবাজি করছে তাদের কোনো ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, ‘সমাজের সঙ্গে যারা আতঙ্ক তৈরি করে তাদের আইনের মাধ্যমে শাস্তি দিতে বিএনপির পক্ষ থেকে কোনো দ্বিধা নেই। দলের নাম ভাঙ্গিয়ে যারা দুর্বৃত্তপনা ও শৃঙ্খলাভঙ্গ করে তাদের জন্য দলের পক্ষ থেকেও আইনি বিচারের দাবি জানানো হয়েছে। দলের নাম ভাঙ্গিয়ে যারা চাঁদাবাজি করছে তাদের কোনো ছাড় দেয়া হবে না।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব  বলেন, সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে এসব অপকর্মে করে তাদের কোন ছাড় নয়। পাশাপাশি গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। একটি অসত্য সংবাদ রাষ্ট্র ও সমাজের মাঝে অনেক বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। 

তিনি বলেন, কোনকিছু ঘটলেই বিএনপির উপর দায় চাপানো যেনো কারো কারো অভ্যাসে পরিনত হয়েছে। সমাজ বিরোধী কাজে যেই জড়িত হবে তাকে আইনের আওতায় আনতে হবে। সরকার কেনো ব্যবস্থা নিচ্ছে না। বরং সরকারের মাঝে ঢিলেঢালা ভাব লক্ষ্য করা যাচ্ছে। 

বিএনপির এই মুখপাত্র বলেন, বিএনপি ১৫ বছরের অত্যাচার-অবিচার থেকে মুক্তির জন্য সংগ্রাম করেছে। জুলাই-আগস্টে এ আন্দোলন চূড়ান্ত রূপ নিয়েছে। মানুষ হয়ত কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। কিন্তু এখনও আতংকমুক্ত নয়।  

রিজভী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি দেখা যাচ্ছে না, নিত্যপন্য দ্রব্য যারা কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশ্ববাজারে যখন গমের দাম কমেছে তখন বাংলাদেশে এর দাম বেড়েছে। জনগণকে নিরাপদ রাখার দায়িত্ব সরকারের। রাষ্ট্র এতে ব্যর্থ হলে যেকোন ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। সৃষ্টি হতে পারে সামাজিক অস্থিরতা।

এসময় বিএনপির যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আজাদ,সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,কেন্দ্রীয় নেতা বজলুল করিম চৌধুরী আবেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্মের নামে ভোটের রাজনীতি চলছে : সালাহউদ্দিন
ধর্মের নামে ভোটের রাজনীতি চলছে : সালাহউদ্দিন
গণভোটহীন নির্বাচন মানে ফ্যাসিবাদের পুনর্জাগরণ
গণভোটহীন নির্বাচন মানে ফ্যাসিবাদের পুনর্জাগরণ
হাসিনাকে ফেরত দিন ও আইনের মুখোমুখি করুন : মির্জা ফখরুল
হাসিনাকে ফেরত দিন ও আইনের মুখোমুখি করুন : মির্জা ফখরুল