• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুরের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ১ নভেম্বর ২০২৫, ০৩:১৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মাদারীপুর-১(শিবচর) আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ রোকনউদ্দিন মিয়ার শিবচর ও মাদারীপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

শনিবার (১ নভেম্বর) দুপুরে শিবচর ৭১ চাইনিজ রেস্টুরেন্টে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

শিবচর উপজেলা বিএনপি'র নবনির্বাচিত কমিটির যুগ্ম-আহ্বায়ক মোঃ জহের গোমস্তার সভাপতিত্বে এবং মাদারীপুর জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মোঃ সুজন বেপারীর সঞ্চালনায় মতবিনিময় সভা শুরু হয়। 

সভায় প্রধান অতিথি মোঃ রোকনউদ্দিন মিয়া বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ, তাই রাজনীতির স্বচ্ছতা ও জনগণের অধিকার আদায়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দলের কর্মকাণ্ড আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন নেতারা। মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও অংশ নেন এবং সাংবাদিকদের সঙ্গে একটি পজিটিভ ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় তিনি আরো বলেন,দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ আমাদের একঘরে করে রেখেছিলো।আমরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারিনি। জনগনের জানমালের কোন নিরাপত্তা ছিলোনা।আমাদেরকে শারিরীকভাবে,মানসিকভাবে এবং আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত করেছে।জেল জুলুম,জরিমানা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে গিয়েছিলো।পাশাপাশি গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে নাই। তাদের টুটি চেপে ধরা হয়েছিলো।তাদের বাক-স্বাধীনতা হরন করা হয়েছিল।তাদের জীবন সবসময় চরম ঝুঁকির মধ্যে থাকতো।সাংবাদিকদের বউ, ছেলে-মেয়ে স্কুল কলেজে যাওয়ার সময় দুশ্চিন্তাগ্রস্ত থাকতো।এখন,সময় এসেছে স্বাধীনভাবে চলার,স্বাধীন মতামত প্রকাশ করার।ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। 

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা জিয়া পরিষদের সভাপতি আজিজুল শরীফ,শিবচর উপজেলা জিয়া পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ বোরহানউদ্দিন খান,শিবচর পৌর বিএনপির সদস্য ও  শিবচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং শিবচর পৌর বিএনপির সদস্য মোঃ মেজবাহ গোমস্তা মাসুম,শিবচর পৌর জিয়া পরিষদের সভাপতি মোঃ লিটন গোমস্তা,শিবচর উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন ফকির, শিবচর উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মোঃ ফিরুজ মাদবর,শিবচর পৌর সহ-সভাপতি মোঃ লোকমান গোমস্তা,সাংগঠনিক সম্পাদক মোঃ রফু গোমস্তা,শিবচর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাব্বি মুন্সী,যুবদল নেতা মোঃ নিরব গোমস্তা,শিবচর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক নাঈম গোমস্তা,মতিউর রহমান (মাসুম)ছাত্রদল নেতা আদর গোমস্তা, সরকারী বরহামগন্জ কলেজ ছাত্রলের  যুগ্ম-আহ্বায়ক হিমেল মাদবরসহ আরো অনেকে।

এসময়ে শিবচর ও মাদারীপুরের প্রায় ৬০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০
রাজবাড়ীতে হোমিওপ্যাথিক ডক্টর’স সম্মেলন অনুষ্ঠিত
রাজবাড়ীতে হোমিওপ্যাথিক ডক্টর’স সম্মেলন অনুষ্ঠিত