পাংশায় জাপান এডুকেশন এন্ড জব সেন্টারের উদ্বোধন

রাজবাড়ীর পাংশায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো জাপান এডুকেশন এন্ড জব সেন্টার পাংশা শাখা। শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে কলেজ রোডের আব্দুল মালেক প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শাখাটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাপান এডুকেশন এন্ড জব সেন্টার পাংশা শাখার ডিজিএম এস. এম কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান মুহ: জাহাঙ্গীর হোসেন ও পাংশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ।
প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ও জাপানে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন রিজিক ইন্টারন্যাশনাল, জাপান এডুকেশন এন্ড জব সেন্টারের খুলনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক এম. হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন মাছপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম, মাছপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. জমির উদ্দিন আহমেদ এবং পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. সহিদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে পাংশা শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জাপান এডুকেশন এন্ড জব সেন্টার পাংশায় শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা জাপানের শিক্ষা ও কর্মক্ষেত্রে সুযোগ সৃষ্টির পথ সম্পর্কে দিকনির্দেশনা পাবে, যা এলাকার তরুণ সমাজকে বিদেশে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
ভিওডি বাংলা/ এমএইচ







