বাঁশখালীতে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১জন আসামি আটক করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) রাত দুই ঘটিকার সময় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) এর নির্দেশনায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ মজনু মিয়ার নেতৃত্বে এএসআই(নিরস্ত্র) লিটন মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইলশা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০/- টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী বাহারছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড় রতনাপুর এলাকার মৃত বদরুজ্জামানের ছেলে আব্দুল খালেকে গ্রেফতার করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।
ভিওডি বাংলা/ এমএইচ







