• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিতর্কিত নির্বাচনে ফের তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া

আন্তর্জাতিক ডেস্ক    ১ নভেম্বর ২০২৫, ০৪:১১ পি.এম.
বিপুল ভোটে ফের নির্বাচিত তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান-ছবি সংগৃহীত

বিতর্কিত এক নির্বাচনে ৯৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তানজানিয়ার সামিয়া সুলুহু হাসান। গত বুধবার অনুষ্ঠিত এ নির্বাচনে বিরোধী দলের প্রধান দুই নেতাকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ায় নির্বাচনকে ঘিরে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

প্রধান বিরোধী দল জানায়, নির্বাচন-পরবর্তী সহিংসতায় অন্তত ৭০০ জন নিহত হয়েছেন। তবে জাতিসংঘের হিসেবে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১০ জন। সহিংসতা বাড়তে থাকায় সরকার দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও কারফিউ জারি করেছে।

শনিবার (১ নভেম্বর) আনুষ্ঠানিক ফল ঘোষণা করে তানজানিয়ার নির্বাচন কমিশন জানায়, মোট ৩ কোটি ২০ লাখ ভোটারের মধ্যে ৮৭ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে সামিয়া পেয়েছেন ৯৮ শতাংশ ভোট। কমিশনের চেয়ারম্যান জ্যাকবস এমওয়ামবেগেলে বলেন, “আমি ঘোষণা করছি, সামিয়া সুলুহু হাসান প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন।”

এদিকে আন্তর্জাতিক মহল নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিরোধী প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দিয়ে এত বিপুল ভোটপ্রাপ্তি কীভাবে সম্ভব, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তারা।

নির্বাচনের দিন থেকেই রাজধানী দারুস সালামসহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, সামিয়ার পোস্টার ছিঁড়ে ফেলে এবং একাধিক থানায় অগ্নিসংযোগ করে।

সূত্র: বিবিসি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তানজানিয়ায় নির্বাচন পরবর্তী আন্দোলনে প্রায় ৭০০ জন নিহত
তানজানিয়ায় নির্বাচন পরবর্তী আন্দোলনে প্রায় ৭০০ জন নিহত
ইসরায়েলকে রক্ষায় ১২০ কোটি ডলারের তথ্য ফাঁস
ইসরায়েলকে রক্ষায় ১২০ কোটি ডলারের তথ্য ফাঁস
এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত