পাংশায় বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ

রাজবাড়ীর পাংশায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত বিএনপির “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের ৩১ দফা” লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকালে পাংশা পৌরসভার সরদার বাসস্ট্যান্ড ও মৈশালা বড়গাছি বাসস্ট্যান্ড এলাকায় এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
জানা যায়, রাজবাড়ী-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর-রশীদের নির্দেশনায় ধানের শীষের পক্ষে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন, পাংশা উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান (পাপ্পু), উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. রুহুল আমিন, পৌর যুবদলের আহ্বায়ক মো. সবুজ সরদার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবু বক্কার মন্ডল (বকু মন্ডল) ও সহ-সভাপতি আ: জব্বার মন্ডলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পর্যায়ক্রমে উপজেলার সকল এলাকায় এ লিফলেট বিতরণ করা হবে বলে জানা গেছে।
ভিওডি বাংলা/ এমএইচ







