• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ

বিএনপির একটি গ্রুপ বিনা কারণে হামলা চালায়: পার্থ

ভিওডি বাংলা ডেস্ক    ১ নভেম্বর ২০২৫, ০৮:৩২ পি.এম.
বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। ছবি-সংগৃহীত

বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) ও বিজেপির (বাংলাদেশ জাতীয় পার্টি) নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ উভয় দলের প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং ভাঙচুরের ঘটনাও ঘটে। মূলত দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও কর্মসূচিকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে শহরের নতুন বাজার এলাকায়।

ঘটনার পর বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতি দেন। বিবৃতিতে তিনি ঘটনাটিকে ‘দুঃখজনক ও হতাশাজনক’ উল্লেখ করে বলেন, ‘আজ ভোলা সদরে বিজেপির বিশাল এক নির্বাচনী মিছিল হয়। হাজার হাজার মানুষ এই মিছিলে অংশ নেয়। জোহরের নামাজের আগে শান্তিপূর্ণভাবে মিছিল শেষ হওয়ার পর অল্পসংখ্যক নেতা-কর্মী যখন পার্টি অফিসে অবস্থান করছিল, তখন ঈর্ষান্বিত হয়ে ৪০০-৫০০ জনের বিএনপির একটি গ্রুপ বিনা কারণে আমাদের নিরীহ নেতা-কর্মীদের ওপর হামলা চালায় এবং পার্টি অফিস ভাঙচুর করে। এটা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

পার্থ আরও বলেন, ‘এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির মর্যাদা সারাদেশে মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে এবং এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে। এটা সত্যিই দুঃখজনক। এখন ঐক্যের কোনো বিকল্প নেই।’

এদিকে এ ঘটনায় জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম সংবাদ সম্মেলনে বলেন, ‘জাতীয় নির্বাচনকে ঘিরে কুচক্রী মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা বিএনপি একটি মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাংলা স্কুল মোড়ে পৌঁছালে অপরদিক থেকে আসা বিজেপির মিছিলের মুখোমুখি হয়। একপর্যায়ে কে বা কারা বিএনপির মিছিলে ঢিল ছোড়ে, এরপরই উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।’

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগ নেতাকর্মীর স্ত্রীদের ওপর জামায়াতের হক : ড. মির্জা গালিব
আ.লীগ নেতাকর্মীর স্ত্রীদের ওপর জামায়াতের হক : ড. মির্জা গালিব
৪ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম
৪ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম
শেখ হাসিনার সঙ্গে বর্তমান শাসনব্যবস্থার পার্থক্য নেই: রুমিন ফারহানা
শেখ হাসিনার সঙ্গে বর্তমান শাসনব্যবস্থার পার্থক্য নেই: রুমিন ফারহানা