• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শ্রীলঙ্কাগামী ২২ বাংলাদেশি শ্রমিককে বিমানবন্দরে আটকাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক    ২ নভেম্বর ২০২৫, ১০:০৬ এ.এম.
ছবি: সংগৃহীত

কাজের অনুমতি না থাকায় শ্রমিক ভিসায় শ্রীলঙ্কায় যাওয়ার সময় ২২ জন বাংলাদেশিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি)-এর মাধ্যমে শ্রমিকরা শ্রীলঙ্কায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

শনিবার (১ নভেম্বর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

সিসিইসিসি সূত্রে জানা গেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে দুই বছর মেয়াদি একটি প্রকল্পে কাজের জন্য বাংলাদেশি শ্রমিকদের ৩০ জনের একটি দল শ্রীলঙ্কা যাচ্ছিল। রাত ৮টা ১০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে চেন্নাই হয়ে তাদের শ্রীলঙ্কা পৌঁছানোর কথা ছিল। তবে ভিসা জটিলতার কারণ দেখিয়ে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ দলটির ২২ জনকে আটকে দেয় এবং স্পেশাল ব্রাঞ্চের হেড অফিস থেকে ছাড়পত্র আনতে বলে।

বিষয়টি নিশ্চিত করে সিসিইসিসি’র সাউথ এশিয়ান রিক্রুটমেন্ট প্রতিনিধি মাহবুব আলম বলেন, “দলটির বিএমইটি সার্টিফিকেট, উভয় দেশের দূতাবাসের অনাপত্তিপত্রসহ সব বৈধ কাগজপত্র ছিল। সব থাকার পরও ২২ জনকে আটকে দেওয়া হয়েছে, অথচ একই ডকুমেন্টে বাকি আটজন ঠিকই গেছেন। এটি স্পষ্টত হয়রানি।” তিনি দাবি করেন, এ ঘটনায় শ্রমিকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (ইমিগ্রেশন) এক কর্মকর্তা বলেন, “২২ শ্রমিকের ভিসায় কাজের অনুমতি ছিল না। তাদের ভিসায় স্পষ্টভাবে লেখা ছিল ‘নো ওয়ার্ক পারমিট’। তাই নিয়ম অনুযায়ী তাদের আটকে দেওয়া হয়েছে।”

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হানিফ-ইনুসহ পাঁচজনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠন
হানিফ-ইনুসহ পাঁচজনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠন
‘আমার লোক, তোমার লোক কালচার থেকে বের হতে হবে’
‘আমার লোক, তোমার লোক কালচার থেকে বের হতে হবে’
রিটার্নিং কর্মকর্তারা ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন: ইসি
রিটার্নিং কর্মকর্তারা ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন: ইসি