• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড

নিজস্ব প্রতিবেদক    ২ নভেম্বর ২০২৫, ১০:১৫ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি), যা ‘ভারী বৃষ্টিপাত’ হিসেবে বিবেচিত। তবে আজ রোববার সারাদিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

রোববার (২ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত সংগৃহীত তথ্যে দেখা গেছে, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় বাতাস উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ৯৫ শতাংশ। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৬ মিনিটে।

অন্যদিকে, শনিবার রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে-আজ রোববার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, আঘাত হানবে কোথায়
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, আঘাত হানবে কোথায়
বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম ‘মন্থা’
বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম ‘মন্থা’
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি বাড়ার সম্ভাবনা
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি বাড়ার সম্ভাবনা