• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনের সঙ্গে গণভোট হলে তা হবে রাজনৈতিক প্রতারণা: জাহিদুল

নিজস্ব প্রতিবেদক    ২ নভেম্বর ২০২৫, ১১:৩৬ এ.এম.
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।-ছবি সংগৃহীত

জাতীয় নির্বাচনের সঙ্গে বা পরে গণভোট আয়োজন হলে তা জনগণের সঙ্গে সরাসরি রাজনৈতিক প্রতারণা হবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

শনিবার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে জাহিদুল ইসলাম জুলাইকে ‘আমূল পরিবর্তনের প্রতীক’ হিসেবে উল্লেখ করে লেখেন, অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান দায়িত্ব হলো- গণহত্যার বিচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার এবং নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন আয়োজন করা।

তিনি বলেন, জুলাই গণহত্যার বিচারিক কার্যক্রম চলছে খুব ধীরগতিতে। কিছু দৃশ্যমান অগ্রগতি থাকলেও এতদিনে একটি রায়ও ঘোষণা করা যায়নি। ‘হাসিনা খুনি’- এটি প্রমাণের জন্য যথেষ্ট তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় আটকে আছে বলে অভিযোগ করেন তিনি।

সংস্কারের প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন, “রাষ্ট্রীয় সংস্কারের প্রসঙ্গ উঠলেই কেউ কেউ বিরূপ প্রতিক্রিয়া দেখান। মনে হয় যেন সংস্কারের অধিকার কেবল অতীতের শাসক বা ভবিষ্যতের নির্দিষ্ট কিছু গোষ্ঠীর হাতে সীমাবদ্ধ।”

তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের নামে রাষ্ট্রের অর্থ ব্যয় করে একটি সনদ তৈরি করা হয়েছে। যদিও সেটিতে স্বাক্ষর হয়েছে আনুষ্ঠানিকভাবে, তবু এখনই আইনি ভিত্তি দেওয়া হবে না বলা হচ্ছে- যা জনগণের সঙ্গে এক ধরনের রাজনৈতিক চালবাজি।

শিবির সভাপতি মন্তব্য করেন, “গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে সরকার যদি পিছু হটে, তা দেশের জন্য শুভ হবে না।”

তিনি সতর্ক করে বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনেকটাই রাষ্ট্রীয় সংস্কারের অগ্রগতির ওপর নির্ভর করছে। কিন্তু কিছু উপদেষ্টা ও প্রশাসনের অংশ নিরপেক্ষ নির্বাচনে বাধা সৃষ্টির স্বপ্ন দেখছেন। “তাদের মনে রাখা উচিত, খুনি হাসিনার পরিণতি কী হয়েছিল,” যোগ করেন তিনি।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, “জুলাই কেবল ক্ষমতার পরিবর্তনের নাম নয়; এটি প্রজন্মের আদর্শিক জাগরণ ও আমূল পরিবর্তনের প্রতীক।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিবন্ধন ফিরে পেল জাগপা
নিবন্ধন ফিরে পেল জাগপা
দেশে শত্রুরা আবারও মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে : ফখরুল
দেশে শত্রুরা আবারও মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে : ফখরুল
বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা
বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা