• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি ক্ষমতায় এলে নারীদের স্বনির্ভর করবে: নিতাই রায়

মাগুরা প্রতিনিধি    ২ নভেম্বর ২০২৫, ১২:১৫ পি.এম.
বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতায় এলে নারীদের স্বনির্ভর ও আর্থিকভাবে সমৃদ্ধ করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে নারী শক্তির মধ্যে রয়েছে বিপুল সম্ভাবনা, যা কাজে লাগিয়ে দেশের উন্নয়ন আরও গতিশীল করা সম্ভব। নারীদের কর্মসংস্থান, প্রশিক্ষণ ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।

শনিবার (১ নভেম্বর) মাগুরার মহম্মদপুরে সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয়তাবাদী উপজেলা মহিলা দলের আয়োজনে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, “মহিলারা মাঠে ও অফিসে কাজ করছেন, পরিবারের দায়িত্ব পালন করছেন। আপনাদেরকে আমরা আমাদের মা-বোন হিসেবে দেখি। বিগত স্বৈরাচারী সরকারের সময়ে নারীরা বিভিন্নভাবে সহায়তা করেছেন এবং বিএনপির নেতাকর্মীদের রক্ষা করেছেন। ভবিষ্যতেও আপনাদের সমর্থন থাকবে।”

তিনি আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই সমাজের উন্নয়নে নারীদের অপরিসীম ভূমিকা রয়েছে। আজকের সমাজে নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন কল্পনা করা সম্ভব নয়।

সমাবেশে উপজেলা মহিলা দলের আহ্বায়ক রওশনা আরা ইয়াসমিনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা দলের সদস্য সচিব সুলতানা রউফুন্নাহার রঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট খাঁন রোকনুজ্জামান, জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী প্রমুখ।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ৪
গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ৪
পাবনায় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন
পাবনায় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন
কুলিয়ারচরে গর্তের ময়লা পানিতে পড়ে শিশুর মৃত্যু
কুলিয়ারচরে গর্তের ময়লা পানিতে পড়ে শিশুর মৃত্যু