সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার - প্রচারণায় ব্যস্ত নেতাকর্মীরা

কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে প্রচার - প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। কুষ্টিয়া -১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সম্পাদক আখতারুজ্জামান সজল। উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে বিএনপির রাষ্ট্র সংস্কারের (৩১ দফা) বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট ও গণসংযোগ করছেন তিনি। এবং সেই সঙ্গে সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন সাধারণ মানুষের কাছে। সকাল থেকে রাত অবধি নির্বাচনী এলাকার হাট- বাজার চষে বেড়াচ্ছেন এই কৃষকদল নেতা।
এই অঞ্চল ভৌগোলিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এর প্রাকৃতিক সৌন্দর্যও মনোমুগ্ধকর। একই সাথে এটি দেশের অন্যতম জেলার প্রধান কৃষি ও শিল্পাঞ্চল। এখানে গড়ে উঠেছে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান। এ কারণে রাজনৈতিকভাবেও এই উপজেলাটি বেশ গুরুত্বপূর্ণ এলাকা।
গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর এই আসনের রাজনৈতিক চিত্র সম্পূর্ণ বদলে গেছে। বিএনপি-জামায়াতের দলীয় কার্যালয়গুলো এখন প্রাণচাঞ্চল্যে ভরা। সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সম্ভাব্য প্রার্থীরা সভা-সমাবেশ, মিছিল, উঠান বৈঠক ও পথসভার মাধ্যমে নিজেদের জনভিত্তি যাচাইয়ে ব্যস্ত।
নির্বাচনকে সামনে রেখে আখতারুজ্জামান সজল নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করেছেন। জনকল্যাণমূলক বিভিন্ন কাজের মাধ্যমে নিজ নিজ দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কুষ্টিয়া -১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারা হলেনঃ---- কুষ্টিয়া -১ আসনের সাবেক সংসদ সদস্য, রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আখতারুজ্জামান সজল, ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক, হাসনাইন নাহিয়ান সজীব, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক, সাইদুল ইসলাম পলাশ,জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর (উত্তর) আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার দলীয় ভাবে নতুন প্রার্থীকে বিজয়ী করতে চান তারা। দলের দুর্দিনে যারা নেতাকর্মীদের পাশে ছিলেন। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখে তাকেই বিএনপি মনোনয়ন দেবে বলে আশা উপজেলা বিএনপির নেতাকর্মীদের।
ছাত্রদল নেতা মোঃ বেলাল হোসেন বলেন, কৃষকদল নেতা আখতারুজ্জামান সজল আমাদের এলাকার সন্তান। তিনি বিএনপির দুর্দিনে নেতাকর্মীদের পাশে থেকেছেন। তিনি এই আসনে মনোনয়ন পেলে আমরা খুশি হবো। এবার নতুনদের দেখতে চাই এই আসনে।
কুষ্টিয়া - ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকদলের সহ- সম্পাদক আখতারুজ্জামান সজল বলেন, আমরা চাই একটি সুস্থ প্রতিযোগিতামূলক কর্মপরিবেশ, এতে প্রত্যেকেরই জয়ের সুযোগ থাকে। আমাদের মাঝে প্রতিযোগিতা থাকুক-যে প্রতিযোগিতা আমাদেরকে আরও যোগ্য, আরও নিবেদিত করে তুলবে। প্রতিযোগিতা যেন কখনো ঘৃণার, হিংসার বা বিভেদের জন্ম না দেয় সেই দিকে লক্ষ রাখতে হবে। আমরা সবাই একই লক্ষ্যে কাজ করছি-ধানের শীষের বিজয়, মানুষের মুক্তি, মানুষের হাসি। তাই আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে, ভালোবাসা ও ঐক্যের শক্তিতে এগিয়ে যাই। আমরা একসাথে কাজ করব, একসাথে জিতব, আর মানুষের হৃদয় জয় করব। শেষ পর্যন্ত জয় হবে ধানের শীষের-জয় হবে মানুষের!
ভিওডি বাংলা/ এমএইচ





