• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এভারেস্টের পাদদেশে আটকা কয়েকশ’ পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক    ২ নভেম্বর ২০২৫, ০১:০১ পি.এম.
লুকলার আটকা পর্যটকেরা বিমানবন্দরের বাইরে অপেক্ষা -ছবি সংগৃহীত

নেপালের এভারেস্ট অঞ্চলে টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে কয়েকশ’ পর্যটক আটকা পড়েছেন। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইর এক প্রতিবেদনে শনিবার এ তথ্য জানা গেছে।

বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট (২৯,০৩১ ফুট) নেপালের কোশি প্রদেশের সোলুখুম্বু জেলার লুকলা অঞ্চলে অবস্থিত। সরকারি সূত্র জানায়, লুকলায় তিন দিন ধরে অবিরাম বর্ষণ ও তুষারপাত চলছে। মেঘলা আকাশ ও ঝড়ো আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় লুকলা বিমানবন্দর তিন দিন ধরে বন্ধ রয়েছে।

সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা পিটিআইকে জানিয়েছেন, “পর্যটকের মৌসুমে প্রতিদিন কয়েক ডজন ফ্লাইট চলে, কিন্তু এখন সব ফ্লাইট স্থগিত। ফলে লুকলা ও আশপাশের হোটেলগুলো পর্যটকে ভরে গেছে, অনেকেই হোটেলে জায়গা পাচ্ছেন না।”

তারা এয়ারলাইন্সের লুকলা ইনচার্জ অমৃত মাগার জানিয়েছেন, তাদের বিমান সংস্থা থেকে অন্তত ১,৫০০ জন পর্যটক টিকিট বুক করেছিলেন, যারা বর্তমানে লুকলায় আটকা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু’দিনে আরও ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিতর্কিত নির্বাচনে ফের তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া
বিতর্কিত নির্বাচনে ফের তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া
আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল
আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল
কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ার ৩-এ অগ্নিকাণ্ড
কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ার ৩-এ অগ্নিকাণ্ড