• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রেস্টুরেন্টের স্বাদের অরেঞ্জ চিকেন এখন ঘরেই বানান

লাইফস্টাইল    ২ নভেম্বর ২০২৫, ০১:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বাইরে খাওয়ার মতোই স্বাদে ক্রিসপি অরেঞ্জ চিকেন এখন আপনার রান্নাঘরে সহজে তৈরি করা সম্ভব।

রেসিপি:

উপকরণ:

চিকেনের জন্য:

মুরগির বুকের মাংস (বোনলেস) -৫০০ গ্রাম (ছোট টুকরো করে কাটা)

লবণ-পরিমাণমতো

গোলমরিচ গুঁড়া-আধা চা চামচ

ময়দা-আধা কাপ

কর্নফ্লাওয়ার-আধা কাপ

ডিম-১টা

তেল-ভাজার জন্য

সসের জন্য:

কমলার রস-১ কাপ

সয়া সস-২ টেবিল চামচ

ভিনেগার-১ টেবিল চামচ

ব্রাউন সুগার বা মধু-২ টেবিল চামচ

আদা-রসুন কুচি-১ চা চামচ

লাল মরিচ গুঁড়া বা ফ্লেক্স-আধা চা চামচ

কর্নফ্লাওয়ার-১ চা চামচ (১ টেবিল চামচ পানিতে গুলে নিন)

প্রস্তুত প্রণালি:

চিকেন তৈরি: মুরগির টুকরোগুলো ভালোভাবে ধুয়ে মুছে নিন। লবণ, গোলমরিচ, ডিম, ময়দা ও কর্নফ্লাওয়ার মিশিয়ে চিকেন টুকরোগুলো কোট করুন। ১০ মিনিট রেখে দিন।

ভাজা: একটি কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে চিকেন টুকরোগুলো সোনালি ও ক্রিসপি হওয়া পর্যন্ত ভেজে টিস্যু পেপারে তুলে রাখুন।

সস তৈরি: অন্য কড়াইয়ে সামান্য তেল গরম করে আদা-রসুন কুচি দিয়ে সুগন্ধ বের হলে কমলার রস, সয়া সস, ভিনেগার, ব্রাউন সুগার/মধু এবং লাল মরিচ গুঁড়া দিন। ফুটে এলে কর্নফ্লাওয়ার মিশ্রণ ঢেলে ঘন করুন।

মিক্স করুন: ভাজা চিকেন সসের মধ্যে দিন এবং ভালোভাবে কোট করুন।

পরিবেশন: উপরে কুচানো spring onion বা তিল ছড়িয়ে গরম ভাত, নুডলস বা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করুন।

টিপস:

চাইলে কমলার খোসার সামান্য কুচি দিতে পারেন, সুগন্ধ আরও বাড়বে।

ভাজার সময় তেল বেশি গরম করবেন না, এতে ভেতর কাঁচা থেকে যেতে পারে।কমলার স্বাদে মাখা ক্রিসপি অরেঞ্জ চিকেন-একবার খেলেই মনে হবে, রেস্টুরেন্টে আর যেতে হবে না!

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করবে এই ফলগুলো
উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করবে এই ফলগুলো
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গ্লুটাথিয়ন সমৃদ্ধ খাবার
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গ্লুটাথিয়ন সমৃদ্ধ খাবার
খাবার নিয়ে সন্তানকে আড়ালে যেতে দেবেন না
খাবার নিয়ে সন্তানকে আড়ালে যেতে দেবেন না