বাংলাদেশে আয়ারল্যান্ডের পরবর্তী সিরিজের সম্পূর্ণ সূচি প্রকাশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়ার পরও বেশিদিন বিশ্রাম পাচ্ছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। চলতি মাসের প্রথম সপ্তাহেই টাইগারদের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে পা রাখবে আয়ারল্যান্ড দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই আসন্ন সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে।
বাংলাদেশ সফরে আসা আইরিশরা দু’টি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সূচি অনুযায়ী, ৬ নভেম্বর ঢাকায় পৌঁছাবে আয়ারল্যান্ড দল। ৮ নভেম্বর থেকে তারা অনুশীলন শুরু করবে। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
দ্বিতীয় টেস্ট খেলা হবে ১৯ নভেম্বর ঢাকায়, যেখানে প্রথম ম্যাচসহ খেললে মুশফিকুর রহিম ইতিহাস গড়বেন, প্রথম বাংলাদেশি হিসেবে ১০০টি টেস্ট ম্যাচ খেলার কীর্তি অর্জন করবেন।
টি-টোয়েন্টি সিরিজের জন্য আইরিশরা চট্টগ্রামে যাত্রা করবে। সিরিজের প্রথম ম্যাচ হবে ২৭ নভেম্বর, দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর এবং শেষ ম্যাচ ২ ডিসেম্বর, সবগুলো সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।
ভিওডি বাংলা/জা







